বুধবার, ১৫ মে, ২০২৪ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৬ জিলকদ, ১৪৪৫

মূলপাতা স্বাস্থ্য

করোনার টিকা নেয়ার বয়স ৩৫ করার প্রস্তাব


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৫ জুলাই, ২০২১ ৩:৩০ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

করোনাভাইরাসের টিকা গ্রহণকারীদের বয়সসীমা ৪০ বছর থেকে কমিয়ে ৩৫ বছরে আনার প্রস্তাব করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ সোমবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম অধিদপ্তরে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, আমরা টিকার বয়সসীমা পর্যায়ক্রমে কমিয়ে আনার চিন্তা করেছি। বয়সসীমা ৩৫ বছর করার প্রস্তাব দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়কে। বয়সসীমা কমানো হলে বেশি মানুষ টিকার আওতায় আসবে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, দেশের বিভিন্ন জায়গায় হাসপাতালে চিকিৎসাধীন করোনাভাইরাসে সংক্রমিত রোগীদের ৫০ শতাংশের বেশি গ্রামের। এসব রোগী রোগের তীব্রতা অনেক বেশি হওয়ার পর হাসপাতালে আসছেন।

আবুল বাসার মোহাম্মদ খুরশীদ বলেন, আমরা রোববার ৪৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও চিকিৎসকদের সঙ্গে দীর্ঘ তিন ঘণ্টার বেশি কথা বলেছি। তারা বলেছেন, রোগীর অধিকাংশের বেশি গ্রামের। রোগীরা হাসপাতালে আসছেন রোগে আক্রান্ত হওয়ার বেশ পরে, যখন পরিস্থিতি অনেক খারাপ হয়ে পড়ছে।

মহাপরিচালক আরো বলেন, এখন বর্ষার মৌসুম চলছে। এসময়ে মানুষের জ্বর সর্দি হয়ে থাকে। অনেকেই করোনাভাইরাসে সংক্রমিত হলেও সাধারণ সর্দি–জ্বর বা কাশিতে আক্রান্ত বলে ধরে নিচ্ছেন। পরীক্ষা করাচ্ছেন না বা চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন না। কিন্তু শেষ মুহূর্তে তারা হাসপাতালে যাচ্ছেন। ততক্ষণে পরিস্থিতি জটিল হয়ে উঠছে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর