রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৪ জুলাই, ২০২১ ১২:৫০ : অপরাহ্ণ
ফিলিপাইনে ৯২ জন আরোহী নিয়ে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানবন্দরে অবতরণের আগে রানওয়ের পথ থেকে বিচ্যুত হয়ে আছড়ে পড়ে বিমানটি। এরপরই আগুন ধরে যায় তাতে। এতে নিহত হয়েছে কমপক্ষে ১৭ জন। বিমানের জ্বলন্ত ধ্বংসস্তুপ থেকে ৪০ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।
আজ রোববার (৪ জুলাই) স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে দেশটির রাজধানী ম্যানিলা থেকে এক হাজার কিলোমিটার দূরে অবস্থিত সুলু প্রদেশের জোলো দ্বীপে সি-১৩০ সামরিক বিমানটি বিধ্বস্ত হয়। ফিলিপাইনের সামরিক বাহিনীর প্রধান সারসিলিতো সোবেয়ানা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানান।
দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। ঘটনাস্থলে কাজ করছে উদ্ধারকর্মীরা। এখনও অনেককে জীবিত উদ্ধারের বিষয়ে আশাবাদী প্রশাসন।
ফিলিপাইনের সেনাপ্রধান বলেন, ‘খুবই দুর্ভাগ্যজনকভাবে রানওয়েতে নামতে গিয়ে ব্যর্থ হয় বিমানটি। ইঞ্জিন নতুন করে সচলের চেষ্টা করা হলেও লাভ হয়নি। এরপরই ভূমিতে আছড়ে পড়ে সেটি।’
ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী ডেলফিন লোরেঞ্জানা জানিয়েছে, আরোহীদের মধ্যে তিনজন বৈমানিক ও পাঁচজন ক্রু ছিলেন।
ফিলিপাইনের বিমানবাহিনীতে যুক্ত হওয়া একদম নতুন বিমান ছিল ধ্বংস হওয়া সি-১৩০। গত ফেব্রুয়ারিতে কেনা হয় এটি। যেখানে বিমানটি ধ্বংস হয়েছে, সেটি ফিলিপাইনের অন্যতম প্রধান ও বড় সামরিক ঘাঁটি।
সূত্র: রয়টার্স ও এএফপি