নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৩ জুলাই, ২০২১ ১১:৩০ : পূর্বাহ্ণ
চট্টগ্রামে করোনাভাইরাসে একদিনের ব্যবধানে শনাক্তের হার ৯ শতাংশ কমেছে। গত ২৪ ঘণ্টায় এক হাজার ৪৮ জনের নমুনা পরীক্ষা করে ২৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ২৫ শতাংশ। গতকাল শুক্রবার ছিল ৩৪ দশমিক ১৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। গতকাল মারা গিয়েছিল চারজন।
আজ শনিবার (৩ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে জানানো হয়, আক্রান্তদের মধ্যে নগরের ১৯৭ জন এবং উপজেলার ৬৫ জন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় শনাক্ত হয়েছে ৫৯ হাজার ৯৯৯ জন এবং মারা গেছেন ৭১১ জন।
উল্লেখ্য, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।