শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

সারাদেশে করোনার সর্বশেষ আপডেট



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২ জুলাই, ২০২১ ৩:৩০ : অপরাহ্ণ

করোনাভাইরাসের তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়েছে গ্রামেগঞ্জে। পরিস্থিতির ভয়াবহতায় উচ্চঝুঁকিতে রাজশাহী, খুলনা ও সাতক্ষীরা জেলা। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ১১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিচে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলার করোনার চিত্র তুলে ধরা হলো-

রাজশাহী:
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৭ জনের মত্যু হয়েছে। তাদের মধ্যে রাজশাহীর ১০ জন, ৩ জন চাঁপাইনবাবগঞ্জের, নাটোরের ২ জন, নওগাঁর একজন ও পাবনার একজন করে। হাসপাতালটিতে গত দুদিনে ৩৯ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় নতুন ৭৬ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সিলেট:
সিলেট বিভাগে করোনায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আক্রান্ত হয়েছে ৩০২ জন। তাদের মধ্যে সিলেটে ১১৭ জন, সুনামগঞ্জে ১০ জন, হবিগঞ্জে ২৫ জন, মৌলভীবাজারে ৫২ জন।

কুষ্টিয়া:
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া সাত জনের মধ্যে চারজন কুষ্টিয়া সদর উপজেলার এবং বাকি তিন জন দৌলতপুর, কুমারখালী এবং মিরপুর উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত ২১৮ মারা গেছেন। ৩৪২ নমুনা পরীক্ষায় ১৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০ দশমিক ০৫ শতাংশ।

সাতক্ষীরা:
সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৪৮ জনের নমুনা পরীক্ষায় ১৮ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের ৩৫ দশমিক ৫ শতাংশ।

খুলনা:
খুলনায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ১১ জন মারা গেছেন।

চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনায় আক্রান্ত হয়েছেন ৯৪ জন।

কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩১৯ জ‌নের নমুনা পরীক্ষা ক‌রে ৯৬ জ‌নের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে ৫৪ জনই কিশোরগঞ্জ সদর উপজেলার। এর পরই ভৈর‌বে ১৭ জন। এ ছাড়া হো‌সেনপু‌রে ২ জন, ক‌রিমগ‌ঞ্জে ৭ জন, পাকু‌ন্দিয়ায় ৩ জন, ক‌টিয়াদী‌তে ৫ জন, পাকু‌ন্দিয়ায় একজন, ক‌টিয়াদী‌তে ৫ জন, কু‌লিয়ারচ‌রে ৫ জন ও বা‌জিতপু‌রে দুজন শনাক্ত হ‌য়।

টাঙ্গাইল:
গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে করোনায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩৫ জন। আক্রান্তের হার ৪৪ দশমিক ৬৭ শতাংশ।

বরিশাল:
বরিশালে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আরও ৭ জন মারা গেছেন। এছাড়া ১৯৩ জনের নমুনা পরীক্ষায় ১০৩ জন শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৫৩ দশমিক ৩৬।

ময়মনসিংহ:
ময়মনসিংহ মেডিকেলে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৬২১ জনের নমুনা পরীক্ষায় ১৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৩ দশমিক ৬৭ শতাংশ।

যশোর:
যশোরে করোনায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ২৪ ঘণ্টায় ৯০৩ জনের নমুনা পরীক্ষায় ২৮০ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩১ শতাংশ।

বগুড়া:
গত ২৪ ঘণ্টায় বগুড়ায় করোনায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৮০ জনের নমুনা পরীক্ষায় ১২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৬ শতাংশ।

নওগাঁ:
নওগাঁয় গত ২৪ ঘণ্টায় ক‌রোনায় ৩ জ‌নের মৃত‌্যু হয়েছে। এই সময়ে ২৩৭ জনের নমুনা পরীক্ষায় ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

নাটোর:
নাটোরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৮৫ জনের নমুনা পরীক্ষায় ৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪২ দশমিক ১৬ শতাংশ।

নড়াইল:
নড়াইলে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ২৪৬ টি নমুনা পরীক্ষায় ৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০ দশমিক ২ শতাংশ। এ নিয়ে মোট করোনায় আক্রান্ত সংখ্যা দাঁড়াল ৭৩৩ জনে।

নোয়াখালী:
নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৩৪ জনে। একই সময়ে ৪৫৪টি নমুনা পরীক্ষায় ১৩৪ জনের করোনা শনাক্ত হয়।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর