মঙ্গলবার, ২১ মে, ২০২৪ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১২ জিলকদ, ১৪৪৫

মূলপাতা আওয়ামী লীগ

‘করোনার কারণে সবচেয়ে বেশি বিচ্ছিন্ন হয়ে আছি আমি’


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৩ জুন, ২০২১ ৬:৪৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

করোনাভাইরাসের কারণে সবচেয়ে বেশি বিচ্ছিন্ন হয়ে আছি আমি-এই মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কোথাও যেতে পারছিনা, আওয়ামী লীগের কোনো কর্মসূচিতে সরাসরি অংশ নিতে পারছিনা। এখানে বসেই সব কর্মসূচিতে ডিজিটালি অংশ নিতে হচ্ছে।’

আজ বুধবার (২৩ জুন) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি সভায় যুক্ত হন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘১৯৪৮ সালে ছাত্রলীগ গড়ে তুলেছেন বঙ্গবন্ধু। ১৯৪৯ সালে আওয়ামী লীগের জন্ম। ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ। জনগণের সংগঠন হিসেবে দেখি, তৃণমূল মানুষের দ্বারা গঠিত সংগঠন দেখি সেটি আওয়ামী লীগ।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ক্ষমতা দখলকারীর হাতে সৃষ্ট দল বিএনপি ও জাতীয় পার্টি জনগণের মধ্য থেকে উঠে আসেনি। যারা এ নিয়ে কথা বলে তাদের মনে রাখা উচিত।’

শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগের আদর্শ রয়েছে আর তা হচ্ছে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। এদেশের মানুষকে সম্মানের সঙ্গে বাঁচার অধিকার দিয়েছে আওয়ামী লীগ। জাতির পিতা সংবিধান দিয়েছেন, কীভাবে দেশ চলবে সেই নির্দেশনা দিয়েছেন। জাতির পিতার দেখানো পথে জনগণের মুখে হাসি ফোটানোর লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর