শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

করোনায় মৃত্যু কমলেও বাড়লো শনাক্ত



নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :২২ জুন, ২০২১ ৬:০১ : অপরাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মুত্যুর সংখ্যা কমলেও বেড়েছে শনাক্তের সংখ্যা। শনাক্ত ৫ হাজার ছুঁই ছুঁই।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও ৭৬ জন। তাদের মধ্যে পুরুষ ৪২ জন ও নারী ৩৪ জন। এর আগে, গতকাল ৭৮ জন ও গত পরশু ৮২ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া একদিনে (গত ২৪ ঘণ্টা) দেশে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ৪ হাজার ৮৪৬ জন। রোগী শনাক্তের এই সংখ্যা গত দুই মাসের মধ্যে সবচেয়ে বেশি। এর চেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছিল গত ১৪ এপ্রিল, ৫ হাজার ১৮৫ জনের।

আজ মঙ্গলবার (২২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৭০২ জনে।আর সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট ৮ লাখ ৬১ হাজার ১৫০ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৯০৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ৮৮ হাজার ৩৮৫ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ২৭ জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। এরপর ঢাকা ও রাজশাহী বিভাগে ১৪ জন করে, চট্টগ্রাম বিভাগে ১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া রংপুর বিভাগে ৬ জন, বরিশালে ২ জন, সিলেটে ৩ জনের মৃত্যু হয়েছে। তবে সুখবর, ময়মনসিংহ বিভাগে এ সময়ের মধ্যে করোনায় কোনো মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৫২৮টি ল্যাবে ২৫ হাজার ২৮টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ২৫ হাজার ৩৩৮টি। পরীক্ষার বিপরীতে নমুনা শনাক্তের হার ১৯ দশমিক ৩৬ শতাংশ। এই পর্যন্ত নমুনা শনাক্তের হার ১৩ দশমিক ৫০ শতাংশ।

দেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। তারপর ধীরে ধীরে বাড়তে থাকে সংক্রমণ। গত বছরের শেষ দিকে এসে সংক্রমণ কমতে থাকে।

দেশে এ বছরের মার্চ থেকে করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকায় ৫ এপ্রিল থেকে সাত দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। পরে তা আরও দুই দিন বাড়ানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আরও কঠোর বিধিনিষেধ দিয়ে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হয়। পরে তা আরও বাড়িয়ে ১৫ জুলাই পর্যন্ত করা হয়। কিন্তু দেশে এখন সংক্রমণ পরিস্থিতি এপ্রিলের মতো ভয়ংকর রূপ নিচ্ছে। ভারত সীমান্তবর্তী ১৫টি জেলায় রোগী দ্রুত বাড়ছে।

এই পরিস্থিতিতে ঢাকাকে সারা দেশ থেকে অনেকটা বিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঢাকার আশপাশের চারটি জেলাসহ মোট সাতটি জেলায় জরুরি সেবা ছাড়া সব ধরনের চলাচল ও কার্যক্রম বন্ধ থাকবে। আজ সকাল ছয়টা থেকে শুরু হয়ে চলবে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত। এই সাত জেলা হলো মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর