মঙ্গলবার, ২১ মে, ২০২৪ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১২ জিলকদ, ১৪৪৫

মূলপাতা বিএনপি

লকডাউনে বিয়েও হচ্ছে, এটা লোকদেখানো: ফখরুল


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২২ জুন, ২০২১ ৬:৩০ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউন নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘লকডাউনের নামে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে।’

আজ মঙ্গলবার (২২ জুন) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ঢাকাসহ ৭ জেলায় করোনা সংক্রমণের ভয়াবহ পরিস্থিতি এবং সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে বিএনপি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

মির্জা ফখরুল প্রশ্ন ছুঁড়ে বলেন, ‘ঢাকাতেও লকডাউন আছে। আপনি লকডাউন কোথাও দেখতে পান? কোথায় লকডাউন? আমি তো দেখতে পাই না। যার যেখানে খুশি যাচ্ছে, যার যেখানে যা খুশি করছে এমনকি বিয়েও হচ্ছে। আমি পরশুদিন দেখলাম একটা হোটেলে বিয়েও হচ্ছে। এটা লোকদেখানো একটা ব্যাপার। এটা প্রতারণা মানুষের সঙ্গে যে, আমরা লকডাউন দিচ্ছি, চেষ্টা করছি।’

৭ জেলার লকডাউন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘বিশেষ একটি প্রাণী আছে, যারা পানি খায়, কিন্তু ঘোলা করে খায়। আমরা বারবার সরকারকে বলেছি, সুনির্দিষ্টভাবে লকডাউনের পরামর্শ দিয়েছি। কিন্তু তারা পরামর্শ নেয়নি। এতদিন পরে তারা লকডাউন দিয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘আপনারা খেয়াল করে দেখবেন যে, আইনশৃঙ্খলাবাহিনী, যারা লকডাউন কার্যকর করার কথা, তাদেরকেও দেখা যায় না। তারা দৃশ্যমান নয়। তাদের একজন কনস্টেবল মারা গেছে, সেটার ছবি দিয়ে সংবাদ হয়। আর এদিকে শত শত লোক মারা যাচ্ছে, তার কোনো খবর নেই।’

এনআইডি প্রকল্পের বিষয়ে নির্বাচন কমিশন চিঠি দেওয়ার পর সরকার সরাসরি নাকচ করে দিয়েছে দুই লাইনের একটা চিঠি দিয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘এটা একটা অত্যন্ত দুরভিসন্ধিমূলক পদক্ষেপ। এর মাধ্যমে জাতীয় পরিচয়পত্র নিয়েও সরকার একটা চক্রান্ত ও ষড়যন্ত্র করতে যাচ্ছে। যাতে তারা জনগণের পরিচয় নিয়ন্ত্রণ করতে পারে।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‌‘খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার ব্যবস্থা ত্বরান্বিত করা এবং তার মুক্তি দিতে আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘খালেদা জিয়া ৫৩ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে করোনাভাইরাস মুক্ত হলেও কোভিড পরবর্তী কয়েকটি জটিলতায় ভুগছেন এবং তিনি কোনো মতেই ঝুঁকিমুক্ত নন।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর