শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা ইসলামী দল

‘বাবুনগরীর লোককে ধরবেন, শফি সাহেবের লোককে ধরবেন না, তা হবে না’



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৭ জুন, ২০২১ ৯:৩০ : অপরাহ্ণ

হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ ও সহকারী যুগ্ম মহাসচিব মাঈনুদ্দিন রুহিকে গ্রেপ্তার করতে জাতীয় সংসদে দাবি জানিয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।

আজ বৃহস্পতিবার (১৭ জুন) জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।

১৪ দলের শরিক তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী সংসদে বলেন, ‘২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতের যে আন্দোলন ছিল তাতে বিএনপি-জামায়াত সম্পৃক্ত ছিল। সেদিন আল্লামা শফির সাথে যারা ছিল একজন ঢাকার মুফতি ফয়জুল্লাহ ও চট্টগ্রামের মাঈনুদ্দিন রুহি, তাদের গ্রেপ্তার না করলে সেই ঘটনার আসল তথ্য পাওয়া যাবে না।’

এই সাংসদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বাবুনগরীর লোককে ধরবেন কিন্তু শফি সাহেবের লোককে ধরবেন না, তা হবে না। ২০১৩ সালে শাপলা চত্বরের ঘটনায় সবাই দোষী। বিএনপি-জামায়াতের যারা সম্পৃক্ত ছিল তাদেরকেও আইনের আওতায় আনা হোক।’

গত ২০ এপ্রিল ১৪ দলের ভার্চুয়াল এক আলোচনা সভায়ও নজিবুল বশর মাইজভান্ডারী ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সহিংসতার ঘটনায় দায়ের হওয়া মামলায় হেফাজতে ইসলামের এক পক্ষের নেতাদের গ্রেপ্তার নিয়ে প্রশ্ন তুলেন। তিনি সেদিন সভায় সরকারকে উদ্দেশ করে বলেন, ‘বেচে বেচে হেফাজতের এক পক্ষের নেতাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে? সরকার ও প্রশাসন কি পক্ষপাতদুষ্ট? ধরলে সবাইকে ধরা উচিত। সরকারের এই পদক্ষেপটা সবাই ভালোভাবে নিচ্ছে না।’

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সহিংসতার ঘটনায় দায়ের হওয়া মামলায় সম্প্রতি হেফাজতে ইসলামের আমির জুনায়েদ আহমেদ বাবুনগরীপন্থী নেতাদের গ্রেপ্তার করছে পুলিশ। এ পর্যন্ত হেফাজতের শীর্ষ অর্ধশতাধিক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এসব মামলায় আসামির তালিকায় থাকা হেফাজতের সাবেক আমির প্রয়াত আল্লামা শাহ আহমদ শফিপন্থী নেতাদের গ্রেপ্তার করা হয়নি। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সহিংসতার ঘটনায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, সহকারী যুগ্ম মহাসচিব মাঈনুদ্দিন রুহী ও আল্লামা শফির ছেলে আনাস মাদানীসহ আরও অনেক আহমদ শফিপন্থী নেতাদের বিরুদ্ধে মামলা রয়েছে।

আরও পড়ুন:

https://rajnitisangbad.com/2021/06/17/%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ab%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%82/

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর