নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৩ জুন, ২০২১ ৭:২১ : অপরাহ্ণ
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে অভিযান চালিয়ে ২১ দালালকে আটক করেছে র্যাব।
আজ রোববার (১৩ জুন) দুপুরে নগরীর বালুছড়া এলাকায় অবস্থিত বিআরটিএ কার্যালয়ে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন র্যাব-৭ এর সহকারী পরিচালক মো. নুরুল আবছার।
তিনি জানান, তাদের কাছে অভিযোগ আসে দালাল চক্রের উৎপাতে বিআরটিএতে সেবা নিতে এসে হয়রানীর শিকার হচ্ছেন গ্রাহকরা। এছাড়া মোটরযান ও ড্রাইভিং রেজিষ্ট্রেশন করতে আসা গ্রাহকদের কাছ থেকে অবৈধভাবে টাকা দাবি করে আসছিলো সংঘবদ্ধ চক্রটি। এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে ২১ জন দালালকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন