শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

কুষ্টিয়ায় পুলিশের গুলিতে স্ত্রী, সন্তান ও এক যুবক নিহত



প্রতিনিধি, খুলনা প্রকাশের সময় :১৩ জুন, ২০২১ ৪:০১ : অপরাহ্ণ

কুষ্টিয়া শহরে প্রকাশ্যে  স্ত্রী, সন্তান ও এক যুবককে গুলি করে হত্যা করেছে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। সৌমেন রায় নামে এই এএসআই খুলনা ফুলতলা থানায় কর্মরত আছেন। গুলি করে পালিয়ে যাওয়ার সময় ঘাতক সৌমেন রায়কে আটক করে স্থানীয় জনতা।

নিহতরা হলেন-আসমা খাতুন (৩০) ও তার ছেলে রবিন (৬) এবং শাকিল (৩৫) নামের এক যুবক। তাদের সবার বাড়ি কুমারখালীর নাটুরিয়া গ্রামে। তবে তারা কুষ্টিয়া শহরে থাকতেন। শাকিল বিকাশের এজেন্ট হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কুষ্টিয়া শহরের কাস্টমস মোড়ে তিনতলা একটি ভবনের সামনে আসমা তার ছেলে রবিনকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন। পাশে শাকিলও ছিলেন। সেখানে গিয়ে হঠাৎ করে এক যুবক অস্ত্র হাতে প্রথমে আসমার মাথায় গুলি করেন। এরপর তিনি আসমার পাশে থাকা শাকিলের মাথায় গুলি করেন। ভয়ে শিশু রবিন দৌড়ে পালাতে গেলে তাকেও ধরে মাথায় গুলি করা হয়।

আশপাশের লোকজন গুলি করা ব্যক্তিকে ধরতে গেলে তিনি দৌড়ে তিন তলা ভবনের ভেতরে ঢুকে পড়েন। এরপর লোকজন জড়ো হয়ে ওই ভবনের দিকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয় লোকজন ওই যুবককে সেখান থেকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তিনি এএসআই সৌমেন রায়। তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।

গুলিবিদ্ধদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসমাকে মৃত ঘোষণা করেন। অস্ত্রোপচার কক্ষে গুলিবিদ্ধ শাকিল ও শিশু রবিনের মৃত্যু হয়।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, গুলিবিদ্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। কী তাদের গুলি করে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর