শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

সিলেটে আবারও পরপর দু’বার ভূমিকম্প



প্রতিনিধি, সিলেট প্রকাশের সময় :৭ জুন, ২০২১ ৬:৫৮ : অপরাহ্ণ

আবার ভূমিকম্পে কাঁপলো সিলেট। ১০ মিনিটের ব্যবধানে দু’বার ভূকম্পন অনুভূত হয়েছে। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে নগরজুড়ে। প্রাথমিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আজ সোমবার (৭ জুন) সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে প্রথমবার ও ৬টা ২৯ মিনিটে দ্বিতীয়বার ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতে শিলংয়ে। সেখানে ভূমিকম্পের মাত্রা ছিলো ৫ দশমিক ৪।

এর আগে গত ২৯ মে দফায় সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। ওই সময় সিলেটের জৈন্তা অঞ্চলে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। ওইদিন সকাল থেকে অন্তত চারবার ভূকম্পন অনুভূত হয়।

ওইদিন সকাল ১০টা ৩৬ মিনিটে ৩ মাত্রার, ১০টা ৫০ মিনিটে ৪ দশমিক ১ মাত্রার, ১১টা ৩০ মিনিটে ২ দশমিক ৮ মাত্রা ও বেলা ১টা ৫৮ মিনিটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত।

বিশেষজ্ঞদের ধারণা, ছোট ছোট ভূমিকম্প বড় ধরণের ভূমিকম্পের সংকেত। এ অবস্থায় সিলেটবাসীকে আগামী আরও অন্তত দু’সপ্তাহ সর্বোচ্চ সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন তারা।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর