সোমবার, ২০ মে, ২০২৪ | ৬ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১১ জিলকদ, ১৪৪৫

মূলপাতা আওয়ামী লীগ

বিএনপি আবোলতাবোল বকছে: কাদের


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৪ জুন, ২০২১ ৩:২৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

করোনাকালে এতবড় বাজেট ঘোষণা করায় বিএনপি আবোলতাবোল বকছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপি ভালো কিছু দেখতে পায় না। বাজেট সমালোচনা তাদের অন্ধবিদ্বেষপ্রসূত কথামালার চাতুরী।’

আজ শুক্রবার (৪ জুন) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা উত্তর আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘করোনার সংকটকালীন বাস্তবমুখী, সময়োপযোগী, ব্যবসা ও বিনিয়োগ বান্ধব এবং সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের নিশ্চয়তা দিয়ে বাজেট পেশ করা হয়েছে।’

ঢাকা-১৪, সিলেট-৩ এবং কুমিল্লা-৫ আসনের উপনির্বাচনে প্রার্থিতার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এবার মনোনয়ন পেতে ইচ্ছুক প্রার্থীর সংখ্যা অনেক। খুব একটা অসুবিধা নেই, এই কথা মনে করে অনেকই আবার প্রার্থী হচ্ছেন। কারণ বিএনপি নির্বাচনে নেই। সেজন্য প্রার্থীদের দৌঁড়ও বেড়ে গেছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘নেত্রীর সঙ্গে নির্দিষ্ট কোনো ব্যক্তির বিষয়ে আলোচনা হয়নি। সাধারণ একটি গাইডলাইন তিনি দিয়েছেন। তিনি যারা জনগণের কাছে অধিকতর গ্রহণযোগ্য, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মনোনয়ন দেবেন বলে জানিয়েছেন।’

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উত্তরের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি প্রমুখ।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর