শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিএনপি

৩৫ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, বিএনপিকে দমাতে পারছে না সরকার: ফখরুল



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১ জুন, ২০২১ ৮:০৯ : অপরাহ্ণ

সারা দেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩৫ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের অসংখ্য নেতা-কর্মী প্রাণ হারিয়েছেন, গুম হয়ে গেছেন, অসংখ্য মামলা। তবুও বিএনপিকে দমিয়ে রাখতে পারছে না সরকার।’ তিনি বলেন, ‘বিএনপি আছে, চলছে এবং সোচ্চার হয়েই আছে।’

আজ মঙ্গলবার (১ জুন) বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এই সভার আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পরে সবাই ভেবেছিল যে, বিএনপি শেষ হয়ে যাবে, বিএনপিকে আর দেখা যাবে না। কারণ আসল নেতাই চলে গেছেন। কিন্তু দেশনেত্রী যিনি একজন গৃহবধূ ছিলেন তিনি পতাকাকে তুলে ধরছেন। কিসের পতাকা? স্বাধীনতা-সার্বভৌমত্বের, গণতন্ত্রের পতাকা যেটাকে ধারণ করে এদেশের মানুষ বেঁচে আছে। তার যে মূলমন্ত্র, তার যে আত্মা বাংলাদেশের যে আত্মা সেটা হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ, সেই আত্মা হচ্ছে স্বাধীনতা-সার্বভৌমত্বের আকংখা, সেই আত্মা হচ্ছে গণতন্ত্রের আকাঙ্ক্ষা। দীর্ঘ ৯ বছর পতাকাকে তুলে ধরে স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করেছেন।’

বিএপি মহাসচিব বলেন, ‘আমি মনে করি, এই দেশে যে সমস্ত রাজনীতিবিদ জীবিত আছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মহিয়শী নেত্রী হচ্ছেন খালেদা জিয়া। তার অবদান আমি মনে করি কারো চেয়ে খাটো নয়।’

সরকারের পায়ের নিচে মাটি নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়া হাসপাতালে এখনো অসুস্থ অবস্থায় আছেন। বেগম জিয়াকে সুচিকিৎসার জন্য হাসপাতালের ডাক্তাররা পরামর্শ দিচ্ছেন, বাইরে নিয়ে যাও। তারা (সরকার) বাইরে যেতে দিচ্ছে না। এটা হচ্ছে তাদের দুবর্লতা, তাদের রাজনীতির যে দেউলিয়াপনা এবং জনগণ থেকে যে বিচ্ছিন্ন তারই প্রমাণ।’

স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া জুয়েলের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের বিথীকা বিনতে হোসাইন, ইয়াসীন আলীসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর