বুধবার, ২৬ জুন, ২০২৪ | ১২ আষাঢ়, ১৪৩১ | ১৯ জিলহজ, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

রাঙামাটির ছোট হরিণা বাজারে ভয়াবহ আগুন, পুড়েছে ৩০ দোকান


নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :৩১ মে, ২০২১ ১১:৩০ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

রাঙামাটির বরকল উপজেলার ভারত সীমান্তবর্তী ছোট হরিনা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে অন্তত ৩০টি দোকান পুড়ে গেছে।

রোববার (৩০ মে) দিবাগত রাত দেড়টার এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, একটি বেকারি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মুহূর্তের মধ্যে আগুন আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় বিভিন্ন দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়।

সেখানে ফায়ার সার্ভিস না থাকার কারণে ভোর রাত পর্যন্ত আগুন জ্বলতে থাকে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আগুনে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন।

স্থানীয় ব্যবসায়ী আবদুল মান্নান জানান, সিলিন্ডার বিস্ফোরণ হওয়ার কারণে আশেপাশে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রায় ৩০টি দোকান আগুনে পুড়ে যায়। এতে কয়েখ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর