শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৬৯



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৩ মে, ২০২১ ১২:৩৮ : অপরাহ্ণ

অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজা উপত্যকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ মে) পবিত্র ঈদুল ফিতর পালনের মধ্যেই ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গাজার বিভিন্ন স্থান। ইসরায়েলের ভেতরে বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে গাজার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের রকেট নিক্ষেপের পর পাল্টা এ হামলা হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র অনুসারে, সোমবার থেকে শুরু হওয়া এই বিমান হামলায় ১৭ শিশু ও আট নারীসহ ৬৯ জন নিহত হয়েছেন। এছাড়া হামলায় ৩৯০ জনের বেশি লোক আহত হয়েছেন।

ইসরায়েলি সামরিক বাহিনীর যুদ্ধবিমানগুলো ফিলিস্তিনিদের সশস্ত্র বাহিনীর নিরাপত্তা ভবন, পুলিশ ভবনসহ আশপাশের ভবনে বোমা নিক্ষেপ করেছে। ওই হামলায় গাজা সিটির তেল আল-হাওয়া এলাকার একটি ভবনের দুই বাসিন্দা নিহত হয়েছেন। নিহতদের একজন গর্ভবতী নারী, অন্যজন ওই নারীর সন্তান।

গাজা উপত্যকা লক্ষ্য করে বুধবার দিনভর চলা ইসরায়েলি সামরিক বাহিনীর বোমা হামলা এখনও অব্যাহত রয়েছে। ওই হামলায় গাজা সিটির কমান্ডার বাসেম ইশাসহ সিনিয়র কয়েকজন সদস্যের মৃত্যু হয়েছে বলে হামাসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গাজা থেকে ইসরাইলি ভূখণ্ডে অন্তত এক হাজার পাঁচ শ’ রকেট নিক্ষেপ করেছে হামাস। ইসরাইলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমে বেশিরভাগ রকেট ধ্বংস করা হলেও বেশ কিছু রকেট ইসরাইলের বিভিন্ন স্থানে আঘাত হানে। বৃহস্পতিবার পর্যন্ত এতে এক সৈন্যসহ অন্তত ছয় ইসরাইলি নিহত হয়েছেন এবং আরো ৪৫ জন আহত হয়েছেন।

হামাসের রকেট হামলার পর ইসরাইল সোমবার রাত থেকেই গাজায় বিমান হামলা শুরু করে।

হামাসের মুখপাত্র হাজেম কাসেম জানিয়েছেন, ফিলিস্তিনিদের রক্ষায় তার সংগঠনের সংগ্রাম অব্যাহত থাকবে।

স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি জানান, ইসরাইলি হামলায় হামাস ‘জায়নবাদি ভূখণ্ডজুড়ে তার জবাবের বিস্তার করতে যাচ্ছে।’

ফিলিস্তিনে সহিংসতার বিস্তারে তিউনিসিয়া, নরওয়ে ও চীনের অনুরোধে শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আবার জরুরি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বার্তা সংস্থা এএফপি সংশ্লিষ্ট কূটনীতিক সূত্রের বরাত দিয়ে জানায়, প্রকাশ্যে এই বৈঠক অনুষ্ঠিত হবে এবং ইসরাইল ও ফিলিস্তিনের প্রতিনিধিরা এতে অংশ নেবেন।

এর আগে ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে আরো দুই দফা নিরাপত্তা পরিষদের গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। তবে যুক্তরাষ্ট্রের বাধায় পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কোনো বিবৃতি দিতে ব্যর্থ হয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

গত ২৫ এপ্রিল জেরুসালেমের ইসরাইলি ডিস্ট্রিক্ট কোর্ট শেখ জাররাহ মহল্লা থেকে ছয় ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদ করে তাদের বাড়ি ইসরাইলি নাগরিকদের কাছে হস্তান্তরের আদেশ দেন। এতে করে ১০ শিশুসহ ৪০ ফিলিস্তিনি বাসিন্দা তাদের প্রজন্ম থেকে প্রজন্মের বাস করা ঠিকানা থেকে উচ্ছেদের শঙ্কায় রয়েছেন।

ফিলিস্তিনিরা ওই আদেশের প্রতিবাদে জেরুসালেমসহ পশ্চিম তীর, গাজা ও ইসরাইলে বিক্ষোভ করে আসছেন।

সূত্র : আলজাজিরা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর