রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১২ মে, ২০২১ ২:৩২ : অপরাহ্ণ
মাদারীপুরের বাংলাবাজার ঘাটে ফেরি থেকে নামতে গিয়ে পৃথক ঘটনায় পদদলিত হয়ে পাঁচ যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।এ ঘটনায় আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক।
আজ বুধবার (১২ মে) দুপুর দেড়টার দিকে মাদারীপুরের শিমুলিয়া-বাংলাবাজার রুটের শাহ পরান ও এনায়েতপুরী দুই ফেরিতে এ দুর্ঘটনা ঘটে।
বাংলাবাজার ট্রাফিক পুলিশের পরিদর্শক আশিকুর রহমান জানান, মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরি ঘাট থেকে প্রায় ৩ হাজার যাত্রী নিয়ে শাহ পরান নামের একটি ফেরি দুপুর ১২টায় বাংলাবাজার পৌঁছায়। ফেরিটি ঘাটের ৩ নম্বর পন্টুনে নোঙর করার সঙ্গে সঙ্গে দ্রুত নামতে গিয়ে হুড়োহুড়ি শুরু করেন যাত্রীরা। এসময় যাত্রীদের উপচে পড়া ভিড়ে পদদলিত হয়ে আনচুর মাদবর (১৫) নামের এক কিশোর মারা যায়।
এরপর এনায়েতপুরী নামে আরেকটি ফেরি শিমুলিয়া থেকে ছেড়ে আসে। কিন্তু ফেরিটি প্রায় তিন ঘণ্টা দেরিতে শিমুলিয়া ঘাট থেকে ছাড়ে। এতে প্রচণ্ড তাপদাহ ও যাত্রীদের চাপে ফেরির মধ্যই দুই নারী ও দুই পুরুষ মারা যান।
শিবচর থানার ওসি মিরাজ হোসেন জানান, পাঁচ জন যাত্রী ফেরি থেকে নামার সময় ভিড়ের চাপে অসুস্থ হয়ে মারা গেছেন।