রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৮ মে, ২০২১ ১১:৪৫ : পূর্বাহ্ণ
আবার রক্তাক্ত আফগানিস্তানের রাজধানী কাবুল। একটি স্কুলের সামনে ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। হতাহতদের অধিকাংশই স্কুলের নারী শিক্ষার্থী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে সরকারি সূত্রে।
শনিবার (৮ মে) রাজধানী কাবুলে অবস্থিত ‘সৈয়দ উল শুহাদা স্কুল’-এর সামনে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রয়টার্স।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বিকেলের দিকে যখন ছাত্রীরা স্কুল থেকে বের হচ্ছিলো, তখন একটি গাড়ি বোমায় বিস্ফোরণ হয়। এরপর উপর্যুপরি আরও দুটি বিস্ফোরণ ঘটে।
স্কুলের এক শিক্ষক জানিয়েছেন, মৃতদের বেশিরভাগই ওই স্কুলের ছাত্রী।
এলাকাটি শিয়া অধ্যুষিত বলে জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক অ্যারিয়ান বিস্ফোরণের কথা স্বীকার করেছেন। তবে কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রয়টার্স জানায়, এ ঘটনায় কাউকে এখনো সুনির্দিষ্টভাবে দায়ী করা না গেলেও আফগানিস্তানের রাষ্ট্রপতি আশরাফ গনি দেশটির বিদ্রোহী তালেবানকে এর জন্য দায়ী করেছেন।
দেশটির একটি টিভি চ্যানেল টলোনিউজ-এর ফুটেজের বরাত দিয়ে রয়টার্স জানায়, বিস্ফোরণে ওই স্কুলের সামনের সড়কটি রক্তাক্ত হয়ে আছে। সড়ক জুড়ে রক্তাক্ত বই এবং স্কুল ব্যাগ ছড়িয়ে ছিটিয়ে আছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডন ১১ সেপ্টেম্বরের মধ্যে সব মার্কিন সৈন্য প্রত্যহার করার কথা ঘোষণা করার পর থেকে কাবুলে উত্তেজনা বেড়ে গেছে।
আফগান কর্মকর্তারা বলছেন, তালেবান সারা দেশে তাদের আক্রমণ জোরদার করেছে।