শুক্রবার, ১৭ মে, ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৮ জিলকদ, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

আল-আকসায় ইসরায়েলি পুলিশের সাথে সংঘর্ষে ১৬৩ ফিলিস্তিনি আহত


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৮ মে, ২০২১ ১০:৩০ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ ও আশপাশের এলাকায় ইসরায়েলি পুলিশের সাথে সংঘর্ষে অন্তত ১৬৩ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এক সপ্তাহ ধরেই জেরুসালেমে ইসরাইলি ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে এই সংঘর্ষ হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, জুমাতুল বিদা উপলক্ষ্যে হাজার হাজার মুসল্লি আল-আকসা মসজিদে নামাজ পড়তে আসেন। অনেকেই আবার বিক্ষোভে অংশ নেয়ার জন্য মসজিদে অবস্থান করেন। ইসরায়েলি দখলদাররা যেসব ফিলিস্তিনিদের তাদের বাড়ি থেকে উচ্ছেদ করছে সেটার সমর্থনে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে বিক্ষোভ করতে থাকেন তারা।

শেখ জাররাহ’য় উচ্ছেদের আশঙ্কায় থাকা ফিলিস্তিনি পরিবারের সমর্থনে গত সপ্তাহ থেকে ফিলিস্তিনি এবং আন্তর্জাতিক সংহতি কর্মীরা রাত্রিকালীন মিছিল করে যাচ্ছে। কিন্তু এসব বিক্ষোভকারীদের ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে ইসরায়েলি বর্ডার পুলিশ এবং তাদের বাহিনী। তারা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান, কাঁদানে গ্যাস, রাবার বুলেট এবং শক গ্রেনেড ব্যবহার করে। গ্রেপ্তার করা হয়েছে কয়েক ডজন ফিলিস্তিনিকে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্টে জানিয়েছে, এসময় ফিলিস্তিনিদের লক্ষ্য করে রাবার বুলেট ও বিকট শব্দ উৎপন্নকারী স্টান গ্রেনেড ছোঁড়ে ইসরায়েলি পুলিশ। এতে কমপক্ষে ১৬৩ জন ফিলিস্তিনি আহত হন। আহতদের মধ্যে ৮৩ জন ফিলিস্তিনিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে ইসরায়েলের দাবি, সংঘর্ষে তাদের ৬ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

অধিকৃত পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। তাদের কর্মকাণ্ড ‘যুদ্ধাপরাধের’ সমান হতে পারে বলেও সতর্ক করে দিয়েছে সংস্থাটি। জাতিসংঘের মানবাধিকার সংস্থার মুখপাত্র রুপার্ট কোলভিল বলেছেন, আমরা সব ধরনের জোরপূর্বকে উচ্ছেদ তাৎক্ষণিক বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানাই। তিনি বলেন, আমরা জোর দিয়ে বলতে চাই পূর্ব জেরুজালেম এখনও ফিলিস্তিন অঞ্চলের অংশ, এখানে আন্তর্জাতিক মানবাধিকার আইন প্রযোজ্য।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর