শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪ | ৩ কার্তিক, ১৪৩১ | ১৫ রবিউস সানি, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

তিন নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ছিল হেফাজত নেতা নোমান ফয়জীর: পুলিশ


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৬ মে, ২০২১ ১০:০০ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজীকে নাশকতার মামলায় গ্রেপ্তার করে তার সঙ্গে তিন নারীর অনৈতিক সম্পর্ক খুঁজে পেয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ মে) বেলা ৩টার দিকে চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জেলার পুলিশ সুপার (এসপি) এসএম রশিদুল হক। এই হেফাজত নেতাকে গত বুধবার কক্সবাজারের চকরিয়া থেকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।

পুলিশ সুপার বলেন, ‘নোমান ফয়েজীকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে আমরা একটি মোবাইল সেট উদ্ধার করেছি। ওই মোবাইল সেটের সূত্র ধরে আমরা জানতে পারি, তার সাথে তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত অনৈতিক সম্পর্ক ছিল। তাকে জিজ্ঞাসাবাদে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা তিনি স্বীকার করেছেন।’

এসএম রশিদুল হক বলেন, ‘তার মোবাইল থেকে আমরা বেশকিছু চ্যাটিং পেয়েছি, যাদের সঙ্গে তার সম্পর্ক ছিল। আমাদের হাতে সেগুলো আছে, তবে তদন্তের স্বার্থে সেগুলো প্রকাশ করছি না। এই নারীদের সঙ্গে তার যে যোগাযোগ ছিল এবং তাদের সঙ্গে সম্পর্ক ছিল সেটি এই চ্যাটের মাধ্যমে স্পষ্ট হয়েছে। তবে এসব ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন জাকারিয়া।’

পুলিশ সুপার জানান, ‘চট্টগ্রামের হাটহাজারীতে তাণ্ডব, নাশকতা ও বিশেষ করে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় নিজের সম্পৃক্ততার কথাও স্বীকার করেছেন হেফাজত নেতা জাকারিয়া নোমান ফয়জী। প্রত্যেকটি ঘটনার সঙ্গে তিনি নিজেকে সম্পৃক্ত করেছেন।’

হাটহাজারী থানায় দায়ের হওয়া তিনটি নাশকতার মামলায় বৃহস্পতিবার জাকারিয়া নোমান ফয়েজীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, ফয়েজীকে হাটহাজারী থানার তিনটি মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। শুনানি শেষে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর