শুক্রবার, ১৭ মে, ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৮ জিলকদ, ১৪৪৫

মূলপাতা রাজধানী

রাজধানীতে শপিং মলে মেয়রের নেতৃত্বে মোবাইল কোর্ট, আড়ংকে ১ লাখ টাকা জরিমানা


নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :৬ মে, ২০২১ ৯:০০ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

রাজধানীর শপিং মলে অভিযান পরিচালনা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। আজ বৃহস্পতিবার (৬ মে) বিকেলেআসাদগেট এলাকায় আড়ংয়ের আউটলেটে মেয়রের উপস্থিতিতে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

আড়ংয়ে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি না মেনে ধারণক্ষমতার অতিরিক্ত ক্রেতা থাকায় ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এ জরিমানা করেন।

এ বিষয়ে মেয়র আতিকুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, শর্ত ছিল স্বাস্থ্যবিধি মেনে শপিং মল খোলা রাখবে। আড়ংয়ের আসাদগেট আউটলেটে ধারণক্ষমতার বেশি ক্রেতা ঢুকেছেন। অনেকে বাচ্চা নিয়ে কেনাকাটা করতে আসছেন। স্বাস্থ্যবিধি নিশ্চিত না হওয়ায় আড়ংকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর