নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :৩০ এপ্রিল, ২০২১ ২:৪৫ : অপরাহ্ণ
কারাগারে থাকা হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছেন তার দাবি করা দ্বিতীয় স্ত্রী। আজ শুক্রবার (৩০ এপ্রিল) সকালে সোনারগাঁও থানায় তিনি মামলাটি দায়ের করেন।
সোনারগাঁও থানার ওসি হাফিজুর রহমান জানান, এক নারী (তার দাবি করা দ্বিতীয় স্ত্রী) মামুনুল হকের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের মামলা দায়ের করেছেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করা হয়েছে। এজাহারে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সহিংসতার বেশ কয়েকটি মামলায় মামুনুল হককে গত ১৮ই এপ্রিল গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের ১২ দিন পরে মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করলেন তার দাবি করা দ্বিতীয় স্ত্রী।
সোনারগাঁ থানার পুলিশ জানিয়েছে, বাদী ওই মামালায় অভিযোগ করেছেন যে নারায়ণগঞ্জের ওই রিসোর্টে তাকে ‘জোরপূর্বক আটকে রেখে ধর্ষণ করেছেন’ মামুনুল হক।
গত ৩রা এপ্রিল মামুনুল হক তার দাবি করা দ্বিতীয় স্ত্রীকে নিয়ে নারায়ণগঞ্জের একটি রিসোর্টে যান। তখন সেখানে তাকে ঘেরাও করে রাখে স্থানীয় কিছু লোকজন এবং ক্ষমতাসীন দলের যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা।
মামুনুল হককে কয়েক ঘণ্টা সেখানে অবরুদ্ধ করে রাখার পরে হেফাজতে ইসলামের সমর্থক এবং মাদ্রাসার ছাত্ররা পাল্টা হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়।
এসময় মামুনুল হক দাবি করেন, ওই নারী তার দ্বিতীয় স্ত্রী এবং দুই বছর আগে তারা ‘ইসলামী শরিয়ত সম্মতভাবে’ বিয়ে করেছেন।
ওই নারীর বাবা ওলিয়ার রহমানকে গত ২৪ এপ্রিল জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর থেকে তাকে ঢাকায় নিয়ে আসা হয়। এরপর ২৬ এপ্রিল মেয়েকে উদ্ধারে পুলিশের সহায়তায় চেয়ে কলাবাগান থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেন তিনি। পরদিন মোহাম্মদপুরের একটি বাসা থেকে তার মেয়েকে উদ্ধার করে ডিবি পুলিশ। ওই নারী উদ্ধার হওয়ার তিন দিনের মাথায় এই মামলা করলেন।