শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

যেভাবে গ্রেপ্তার হলেন হেফাজত নেতা হারুন ইজহার



রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৯ এপ্রিল, ২০২১ ১০:০০ : পূর্বাহ্ণ

হেফাজতে ইসলামের সাবেক সাহিত্য ও গবেষণা সম্পাদক মুফতি হারুন ইজহারকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরীর লালখান বাজার জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৭ এর একটি টিম।

র‍্যাব-৭ এর অপারেশন অফিসার লেফটেন্যান্ট কর্নেল মাশরুর হোসাইন রাজনীতি সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় হারুন ইজহারকে গ্রেপ্তার করা হয়েছে তা তিনি জানাতে পারেননি।

লালখান বাজার মাদ্রাসার শিক্ষক সিরাজুল মোস্তফা জানান, রাত সাড়ে ১১ টার দিকে ১৬টি গাড়ি নিয়ে মাদ্রাসায় প্রবেশ করে র‍্যাব সদস্যরা। এ সময় মাদ্রাসায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। মাদ্রাসার উত্তর পাশে ইফতা বিভাগের নিচে হারুন ইজহারের বাসা ঘেরাও করে তাকে সেখান থেকে বের করে নিয়ে আসা হয়। তাকে গ্রেপ্তার করে নিয়ে নিয়ে যাওয়ার সময় তিনি রাস্তায় সিজদা দেন।

২০১৩ সালের ১০ জুলাই লালখান বাজার মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় হারুন ইজহার গ্রেপ্তার হয়েছিলেন। দীর্ঘদিন তিনি কারাগারে ছিলেন। পরে মুক্তি পান। তিনি নেজামে ইসলামে পার্টি’র সভাপতি মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীর বড় ছেলে।

আরও পড়ুন:

চাপে পড়েও হেফাজতের নেতৃত্ব ধরে রাখলেন বাবুনগরী

আরও পড়ুন:

https://rajnitisangbad.com/2021/04/26/%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ab%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a4%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%96/

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর