বুধবার, ২৬ জুন, ২০২৪ | ১২ আষাঢ়, ১৪৩১ | ১৯ জিলহজ, ১৪৪৫

মূলপাতা চট্ট-মেট্টো

২৮ এপ্রিলের পর গণপরিবহন চালুর দাবিতে রাজপথে শ্রমিকরা


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২২ এপ্রিল, ২০২১ ২:২৮ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

সারাদেশে চলমান সর্বাত্মক লকডাউন ২৮ এপ্রিল শেষ হওয়ার পর গণপরিবহন চালু করতে চান পরিবহন শ্রমিকরা। ২৮ এপ্রিলের পর গণপরিবহন চালুর দাবিতে চট্টগ্রামে রাজপথে নেমে এসেছেন পরিবহন শ্রমিকরা।

আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালু করার দাবি জানিয়েছেন ফেডারেশনের নেতারা।

মানববন্ধনে ফেডারেশনের নেতারা বলেন, গণপরিবহন বন্ধ থাকায় শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে। লকডাউনের মধ্যেও পরিবহন শ্রমিকরা কোনো ধরনের সহায়তা পায়নি। এমন পরিস্থিতিতে শ্রমিকদের পরিবারের কথা বিবেচনায় নিয়ে সীমিত পরিসরে গণপরিবহন চালু করা প্রয়োজন।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক অলি আহমদ বলেন, লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় শ্রমিকরা আর্থিক কষ্টে দিন পার করছে। আমাদের দাবি, ২৮ এপ্রিলের পর গণপরিবহন চালু করা হোক। আমরা পূর্বের ন্যায় দুই সিটে একজন করে বসিয়ে যাত্রী পরিবহন করবো।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম ও সিলেট বিভাগের সভাপতি মৃণাল চৌধুরী, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম অঞ্চলের সভাপতি মো. মূছা, কার্যনির্বাহী সদস্য রকিবুল মাওলা, ট্রাক-কাভার্ড ভ্যান ইউনিয়নের প্রচার সম্পাদক আব্দুর সবুর প্রমুখ।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর