নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :২১ এপ্রিল, ২০২১ ১:২০ : পূর্বাহ্ণ
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও খেলাফত মজলিশের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীনকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার দিবাগত রাত (২০ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর মোহাম্মদপুর জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক জাকারিয়া নোমান।
বিষয়টি নিশ্চিত করে র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল খায়রুল ইসলাম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আতাউল্লাহ আমীনকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
এ নিয়ে হেফাজতে ইসলামের ১১ নেতা গ্রেপ্তার হলেন। এর আগে আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের সহসভাপতি ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা কোরবান আলী কাসেমীকে তার বাসাবোর বাসা থেকে গ্রেপ্তার করে ডিবির গুলশান বিভাগ। গত রোববার গ্রেপ্তার করা হয় হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে গতকাল সোমবার (১৯ এপ্রিল) রাতে বৈঠক করেছিলেন হেফাজতে ইসলামের নেতারা। কিন্তু এই বৈঠকের পর আরও দুই হেফাজত নেতাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।