রবিবার, ১৯ মে, ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১০ জিলকদ, ১৪৪৫

মূলপাতা আওয়ামী লীগ

করোনার ২য় ঢেউয়ে আ.লীগের ৩শ’র বেশি নেতা-কর্মী আক্রান্ত


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৬ এপ্রিল, ২০২১ ৯:৪৩ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

করোনার দ্বিতীয় ঢেউয়ের ভয়ঙ্কর থাবাায় গত এক মাসে সারাদেশে আওয়ামী লীগের ৩শ’র বেশি নেতা-কর্মী আক্রান্ত হয়েছেন। এ তালিকায় আছেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সাংসদসহ দলটির বিভিন্ন স্তরের নেতা-কর্মী। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে আক্রান্তের তালিকা।

মহামারি করোনার প্রথম ঢেউয়েও আওয়ামী লীগের আক্রান্তের তালিকা ছিল লম্বা। মারা যান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম. দলটির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, সিলেটের সাবেক সিটি মেয়র বদরউদ্দিন কামরান, সাবেক সাংসদ মকবুল হোসেনসহ অনেকে।

করোনা দ্বিতীয় ঢেউয়ে মারা যান সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী। সর্বশেষ গেল বুধবার এ তালিকায় যোগ হন দলটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু।

আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাক্কায় করোনায় আক্রান্ত হয়েছেন প্রতিমন্ত্রী, এমপিসহ ৩০ জন।

এরা হলেন-চট্টগ্রাম-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, নেত্রকোণা-৩ এর অসীম কুমার উকিল, গাজীপুর-৫ আসনের মেহের আফরোজ চুমকি, গাজীপুর-৪ আসনের সিমিন হোসেন রিমি, রাজবাড়ী-১ এর কাজী কেরামত আলী, কক্সবাজার-১ এর জাফর আলম, কক্সবাজার-২ এর আশেক উল্লাহ রফিক, কক্সবাজার-৪ এর শাহীন আক্তার, কুমিল্লা-৪ আসনের রাজী মোহাম্মদ ফখরুল, ফেনী-২ আসনের নিজাম উদ্দিন হাজারী, নোয়াখালী-৩ এর মামুনুর রশিদ কিরণ, হবিগঞ্জ-১ আসনের গাজী মোহাম্মদ শাহনেওয়াজ, হবিগঞ্জ-২ এর আব্দুল মজিদ খান, রাজশাহী-১ এর ওমর ফারুক চৌধুরী, বরিশাল-৪ আসনের পঙ্কজ দেবনাথ, ঢাকা-২০ এর বেনজির আহমেদ, পাবনা-২ এর আহমেদ ফিরোজ কবির, সিরাজগঞ্জ-৪ এর তানভীর ইমাম, টাঙ্গাইল-২ আসনের তানভীর হাসান ছোট মনির, ঢাকা-৭ এর হাজি মোহাম্মদ সেলিম এবং বগুড়া-৭ আসনের রেজাউল করিম বাবলু।

এছাড়া, সংরক্ষিত আসনের নাহিদ ইজহার খান, শিরীন আহমেদ, জান্নাতুল বাকিয়া, অ্যারোমা দত্ত, রওশন আরা মান্নান, অ্যাডভোকেট খোদেজা নাসরিন আক্তার হোসেন করোনায় আক্রান্ত।

আওয়ামী লীগ বলছে, গণমুখী রাজনৈতিক দল হিসেবে সেবার জন্যেই মানুষের কাছে যেতে হচ্ছে, যার কারণে আক্রান্তের সংখ্যাও বেশি।

জানা গেছে, আওয়ামী লীগের অঙ্গ-সংগঠন যুবলীগের ঢাকা দক্ষিণ এবং উত্তরের অসংখ্য নেতাকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

করোনার একেবারে শুরু থেকে এখন পর্যন্ত নানাভাবে মাঠে আছে স্বেচ্ছাসেবকলীগের নেতা-কর্মীরা।

স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু জানান, বিপুল সংখ্যাক নেতা কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন, মারাও গেছেন বেশ কয়েকজন।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর