রবিবার, ১৯ মে, ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১০ জিলকদ, ১৪৪৫

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

আবার উত্তপ্ত বসুরহাট : আ.লীগের ২ গ্রুপের সংঘর্ষ, কাদের মির্জার ছেলেসহ আহত ১০


প্রতিনিধি, নোয়াখালী প্রকাশের সময় :১৫ এপ্রিল, ২০২১ ৭:০৪ : অপরাহ্ণ
ফের কোম্পানীগঞ্জে সংঘর্ষ, কাদের মির্জার ছেলেসহ আহত ১০
Rajnitisangbad Facebook Page

নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাটে আবার আওয়ামী লীগের দুই গ্রপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের কর্মী-সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কাদের মির্জার ছেলেসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে বলেও জানা গেছে।

আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেল সোয়া ৪টার দিকে কোম্পানীগঞ্জ থানার সামনে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন-মেয়র কাদের মির্জার ছেলে তাশিক মির্জা, কাদের মির্জা ভাগিনা মিরাজ, ছাত্রলীগ নেতা বোরহান উদ্দিন, ফয়সাল আহমেদ জিসান, হিমেল, সানি, জয়, ইমন, আওয়ামী লীগের আরমান চৌধুরীসহ অন্তত ১০ জন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৩টার দিকে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের ২০-২৫ জন কর্মী-সমর্থক মেয়র কাদের মির্জা বিরোধী স্লোগান দিয়ে একটি মিছিল নিয়ে বসুরহাট পৌরসভায় ঢোকার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের বাধা দিলে তারা উপজেলা গেইটে চলে যায়। এর কিছুক্ষণ পর মেয়র কাদের মির্জার ছেলে তাশিক মির্জার নেতৃত্বে কর্মী-সমর্থকরা থানার সামনে গেলে উভয়পক্ষের সমর্থকরা একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। ইটের আঘাতে তাশিক মির্জার মাথা ফেটে যায়। এসময় উভয় পক্ষের অন্তত ১০জন আহত হয়।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর