রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১২ এপ্রিল, ২০২১ ১১:০০ : পূর্বাহ্ণ
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীর খোঁজ পাচ্ছেন না তার পরিবার ও সংগঠনের নেতা-কর্মীরা। গতকাল রোববার (১১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাটহাজারী বাস স্টেশন থেকে তাকে কয়েকজন লোক একটি কালো রঙের মাইক্রোবাসে করে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন হেফাজতের নেতারা। তবে গত রাত ৯টার দিকে নারায়নগঞ্জের মদনপুর থেকে হেফাজতের কেন্দ্রীয় সহ-অর্থ সম্পাদক ও ঢাকা মহানগরীর সহ-সভাপতি মুফতি ইলিয়াস হামিদীকে র্যাব আটক করেছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।
আজিজুল হক ইসলামাবাদী ও মুফতি ইলিয়াস হামিদী গতকাল হাটহাজারী দারুল উলূম মাদ্রাসায় হেফাজতে ইসলামের সভায় অংশ নিয়েছিলেন। সভা শেষে হাটহাজারী থেকে ঢাকা যাওয়ার পথে ইলিয়াস হামিদীকে নারায়নগঞ্জের মদনপুরে র্যাব আটক করেন বলে নিশ্চিত হয়েছেন হেফাজতের নেতারা। কিন্তু সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর বাসায় ফেরার পথে হাটহাজারী বাস স্টেশন থেকে আজিজুল হক ইসলামাবাদীকে কারা তুলে গিয়েছেন সে ব্যাপারে এখনও নিশ্চিত হতে পারেনি তার পরিবার ও হেফাজত নেতারা।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক জাকারিয়া নোমান রাজনীতি সংবাদকে বলেন, হেফাজতের কেন্দ্রীয় সহ-অর্থ সম্পাদক ও ঢাকা মহানগরীর সহ-সভাপতি মুফতি ইলিয়াস হামিদীকে আটক করার বিষয়টি র্যাবের পক্ষ থেকে তার পরিবারকে নিশ্চিত করা হয়েছে। কিন্তু হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে হাটহাজারী বাস স্টেশন থেকে আটক করার বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সংস্থা এখনও স্বীকার করেননি। তবে আমরা ধারণা করছি, তাকে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনই তুলে নিয়ে গেছেন।
এ বিষয়ে জানতে র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েলের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভি করেননি। র্যাব-৭ এর মিডিয়া সেলে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন।
চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হকের সাথে ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভি করেননি।