শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

মুন্সীগঞ্জে পৌর মেয়রের বাসায় ‘রহস্যজনক’ বিস্ফোরণ, দগ্ধ ১৩



নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :৭ এপ্রিল, ২০২১ ১:০১ : পূর্বাহ্ণ

মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার মেয়র আব্দুস সালামের বাসভবনে রহস্যজনক বিস্ফোরণে দগ্ধ হয়েছেন চারজন কাউন্সিলরসহ অন্তত ১৩ জন। এ ঘটনায় পৌর মেয়র অক্ষত থাকলেও তার স্ত্রী কানন বেগম গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৬ এপ্রিল) রাত ৯টার দিকে মিরকাদিম পৌরসভার রামগোপালপুর এলাকায় মেয়রের বাস ভবনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহত চারজন কাউন্সিলর হচ্ছেন-মো. সোহেল, মো. আওলাদ, দীন ইসলাম ও রহিম বাদশা। অপর আহতরা হচ্ছেন-মেয়রের স্ত্রী কানন বেগম, মো. মোশারফ, মনির হোসেন, শ্যামল দাস, পান্না, কালু, মো. ইদ্রিস আলী, মঈনউদ্দিন ও মো. তাজুল।

আহতদের মধ্যে সাতজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বাকি আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দগ্ধদের মধ্যে মেয়ররের স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঘটনার বর্ণনা দিয়ে মিরকাদিম পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর রহিম বাদশা সাংবাদিকদের বলেন, ‘পৌরসভার গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে চার পৌর কাউন্সিলরের সঙ্গে নিজ বাস ভবনের তৃতীয়তলার একটি কক্ষে আলোচনা করছিলেন মেয়র । হঠাৎ করেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তে কক্ষের ভেতর আগুন ধরে যায়। বিস্ফোরণে কক্ষের আসবাবপত্র, জানালার কাচ চুরমার হয়ে গেছে। বিস্ফোরণের শব্দ পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে চার কাউন্সিলরসহ অন্তত ১৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’

সদর থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, ‘কীভাবে এ বিস্ফোরণ ঘটেছে তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গেছেন। তদন্তের পর বিস্ফোরণের কারণ তারা বলতে পারবেন।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর