শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

লকডাউনে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মার্কেট খোলা রাখতে চান চট্টগ্রামের ব্যবসায়ীরা



রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৫ এপ্রিল, ২০২১ ৬:১১ : অপরাহ্ণ

লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত  শপিং মল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছেন দোকান মালিক ও কর্মচারীরা।

আজ সোমবার (৫ এপ্রিল) বিকেলে নগরীর নিউমার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশে করেন তারা। এতে চট্টগ্রামের ছোট-বড় সব মার্কেট, শপিং মল ও দোকানের মালিক, কর্মচারী এবং ব্যবসায়ী সমিতির নেতারা অংশ নেন। সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল বের করেন তারা।

মিছিলের সময় তারা ‘অবৈধ লকডাউন মানি না, মানবো না’, ‘এই মুহূর্তে দোকান খুলে দাও, খুলতে হবে’ স্লোগান দেন।

জানা গেছে, এই বিক্ষোভ কর্মসূচিতে নগরীর শতাধিক মার্কেটের দোকান মালিক ও কর্মচারীরা অংশ নেন। এসব মার্কেটের ১০ হাজার দোকানে ৫০ হাজার মালিক- কর্মচারী রয়েছেন।

সমাবেশে ব্যবসায়ী নেতারা লকডাউনের মধ্যে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মার্কেট-দোকানপাট খোলা রাখার দাবি জানিয়ে বলেন, সারা বছর দোকান চলে রমজানের বেচা-কেনা দিয়ে। লকডাউনের কারণে গত বছর রমজানেও মার্কেট বন্ধ ছিল। এ বছর রমজান শুরুর আগে আবারও এক সপ্তাহের লকডাউন দিয়েছে সরকার। পরিস্থিতি বিবেচনায় সময় আরও বাড়তে পারে বলে সরকারের উচ্চ মহল থেকে বলা হচ্ছে। কিন্তু এবার রমজানে কেনাবেচা করতে না পারলে আমাদের পথে বসে যেতে হবে।

বিশেষ বিবেচনায় যেভাবে শিল্প-কারখানা চালু রাখা হয়েছে, সেভাবে স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খোলা রাখার দাবি জানান তারা।

এর আগে গতকাল রোববার সন্ধ্যায় নগরীর জিইসি মোড়ে ইউনেস্কো মার্কেটের শপিং ব্যবসায়ী সমিতি ও সাধারণ ব্যবসায়ীরা লকডাউন প্রত্যাহার এবং মার্কেট খোলা রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর