রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২ এপ্রিল, ২০২১ ৭:০৬ : অপরাহ্ণ
হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমরা আপনার শত্রু নই। আমরা বঙ্গবন্ধুর জন্য দোয়া করি। বাংলাদেশের জন্য দোয়া করি। আমরা স্বাধীনতা, দেশ বা সরকারবিরোধী নই। আমাদের আন্দোলন, মিটিং-মিছিল সরকার ও দেশের বিরুদ্ধে নয়। আমাদের এ আন্দোলন অন্যায়ের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে এবং নাস্তিকদের বিরুদ্ধে; যা চলতেই থাকবে।’
আজ শুক্রবার (২ এপ্রিল) জুমার নামাজের পর হাটহাজারী ডাকবাংলো চত্বরে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। হেফাজতের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ সমাবেশ ডাকা হয়। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জুনায়েদ বাবুনগরী।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়া ও যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন স্থানে মোদিবিরোধী আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদ, নিহত ও আহতদের ক্ষতিপূরণ এবং হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজ দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম।
হাটহাজারী মাদ্রাসা শিক্ষা পরিচালক জুনায়েদ বাবুনগরী বলেন, ‘স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রে দাবি-দাওয়া পেশ করা এবং মিছিল-মিটিং করার স্বাধীনতা আমাদের আছে। মোদিবিরোধী শান্তিপূর্ণ মিছিলে নির্বিচারে মাদ্রাসার ছাত্রদের ওপর গুলি করার কোনো অধিকার পুলিশের নাই। কোনো ওসি যদি সেদিন ছাত্রদের শান্তিপূর্ণ মিছিলে গুলি করার আদেশ দেয়, সেই ওসির দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। হাটহাজারী থানার ওসি এখানে থাকতে পারে না। সেদিন আমাদের ছাত্ররা থানায় যে ইট নিক্ষেপ করেছে তার প্রমাণ কী?’
হেফাজত ইসলামের হাটহাজারী উপজেলা শাখার আমির শোয়ায়েবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব নাসির উদ্দিন, সহকারী অর্থ সম্পাদক আহসানুল্লাহ, মাওলানা ওমর, ইমরান সিকদার প্রমুখ।
সমাবেশের আগে জুমার নামাজের পর থেকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক এবং চট্টগ্রাম-রাঙ্গামাটি সংযুক্ত কাচারী সড়কে পুলিশ বেষ্টনী তৈরি করে যান ও জন চলাচল বন্ধ করে দেয়। বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উক্ত মহাসড়ক বন্ধ থাকায় হাজার হাজার যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।