শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় পিকেটারদের ব্যারিকেড: ঢাকা-চট্টগ্রাম-সিলেট-নোয়াখালী ট্রেন চলাচল বন্ধ


ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল, ৪০ স্পটে টায়ার জ্বালিয়ে সড়কে ব্যারিকেড

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া প্রকাশের সময় :২৮ মার্চ, ২০২১ ১২:২৭ : অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় হরতালের সমর্থনে শহরের বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে ব্যারিকেড দিয়েছে পিকেটাররা। দক্ষিণ পৈরতলা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে হামলা ও ভাঙচুর করেছে হেফাজতের কর্মী-সমর্থকরা। ইটপাটকেলের আঘাতে ট্রেনের ভেতরে থাকা অন্তত ১০ যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ রোববার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান,হরতাল সমর্থক পিকেটাররা রেলপথে ব্যারিকেড দিলে ট্রেনটি দক্ষিণ পৈরতলা রেলগেট এলাকায় থামে। এরপর হরতালকারীরা ট্রেনটিকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে। এক পর্যায়ে তারা দৌড়ে ট্রেনটির কাছে এসে ইঞ্জিনসহ প্রতিটি বগিতে হামলা ও ভাঙচুর করে।

ব্রাহ্মণবাড়িয়ার রেলওয়ে স্টেশন মাস্টার শোয়েব আহমেদ একটি গণমাধ্যমকে জানিয়েছেন, রেললাইনে ব্যারিকেড দেওয়ায় আপাতত ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট এবং ঢাকা-নোয়াখালী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর