শনিবার, ৪ মে, ২০২৪ | ২১ বৈশাখ, ১৪৩১ | ২৪ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

রাজশাহীতে বাস-মাইক্রো-লেগুনার ত্রিমুখী সংঘর্ষে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১৭


প্রতিনিধি, রাজশাহী প্রকাশের সময় :২৬ মার্চ, ২০২১ ৩:০৭ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

রাজশাহীতে বাস, মাইক্রোবাস ও লেগুনার ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে ১৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার (২৬ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে নগরীর কাটাখালী থানার কাপাশিয়া সংলগ্ন রাজশাহী-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি আগুনে পুড়ে গেছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরক্তি উপকমিশনার গোলাম রহুল কুদ্দুস জানান, দুপুরে রংপুর থেকে একটি হায়েস মাইক্রোবাস রাজশাহী আসছিল। পথে রাজশাহী-ঢাকা মহাসড়কে কাটাখালী থানার সামনে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি হিউম্যান হলারকে (লেগুনা) ধাক্কা দেয়। এ সময় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে গাড়ির ভেতরেই আগুনে পুড়ে ১১ জন মারা যান।

তিনি আরও জানান, মাইক্রোবাসটির ভেতরে চার পরিবারের ১৩ জন ছিলেন। সবাই মারা গেছেন। এছাড়া বাসের আরও তিনজন মারা গেছেন। এদের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ছয়জনকে মৃত ঘোষণা করা হয়।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর