মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

জাপান সাগরে দুটি ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৫ মার্চ, ২০২১ ১০:০৬ : পূর্বাহ্ণ

উত্তর কোরিয়া এবার জাপান সাগরে পরীক্ষামূলকভাবে জোড়া ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন দায়িত্ব গ্রহণের পর এই প্রথম এ ধরনের পরীক্ষা করা হলো।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, উত্তর কোরিয়ার ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে হুমকি হিসেবে বিবেচনা করা হয়।

জাপান বলেছে, তার আঞ্চলিক পানি সীমার মধ্যে ক্ষেপণাস্ত্রের কোনো টুকরা পড়েনি।

এর আগে উত্তর কোরিয়া পীত সাগরে দুটি নন-ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে।

জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা আজ বৃহস্পতিবার বলেছেন, এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা তাঁর দেশ এবং সংশ্লিষ্ট অঞ্চলের নিরাপত্তা ও শান্তির প্রতি হুমকিস্বরূপ।

সূত্র : বিবিসি

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর