শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

বঙ্গবন্ধুর দর্শনেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: কম্বোডিয়ার প্রধানমন্ত্রী



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৮ মার্চ, ২০২১ ৭:১০ : অপরাহ্ণ

বঙ্গবন্ধুর দূরদর্শী উন্নয়ন দর্শনেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন।

মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) দ্বিতীয় দিন দেয়া ভিডিও বার্তায় হুন সেন এ কথা বলেন।

বাংলাদেশ বিস্ময় সৃষ্টি করে উন্নয়নশীল দেশের কাতারে গিয়েছে উল্লেখ করে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী বলেন, আর্থসামাজিক খাতসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের জনগণের জীবনমানের উন্নয়ন হয়েছে। বিস্ময়করভাবে সব শর্ত পূরণ করে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের অনুমোদন পেয়েছে। এর পেছনে ছিলো বঙ্গবন্ধুর দূরদর্শী উন্নয়ন দর্শনের নীতি।

হুন সেন বলেন, পারস্পরিক সৌহদ্যপূর্ন সম্পর্ক ছাড়াও দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিভিন্ন বিষয়ে কম্বোডিয়া ও বাংলাদেশের সরকার ঐক্যমত্ব রয়েছে।
বাংলাদেশের অগ্রযাত্রায় কম্বোডিয়ার সবসময় পাশে থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের দ্বিতীয় দিনের অনুষ্ঠানের শিরোনাম ‘মহাকালের তর্জনী’। এ অনুষ্ঠানে জাতির পিতার কর্মময় জীবনের ওপর আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য্য অধ্যাপক আলমগীর মোহাম্মদ সিরাজ উদ্দিন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর