শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

খুলনায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ১৯ হাজার বার কোরআন খতম



রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৭ মার্চ, ২০২১ ৯:০০ : অপরাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিনে আজ বুধবার (১৭ মার্চ) খুলনা জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও হেফজখানায় ১৯ হাজার ২০০ বার পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে খতম সম্পন্ন হয়।

কোরআন খতম শেষে খুলনা জেলা স্টেডিয়ামে ৬ হাজার ৬৬৬ জন আলেম, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমবেত হয়ে আসরের নামাজ আদায় করেন।

নামাজ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৯৭৫ সালের ১৫ আগস্ট তার পরিবারের শহীদ সদস্য এবং মুক্তিযুদ্ধে প্রাণ দেওয়া ৩০ লাখ শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এ সময় জুম প্রযুক্তির মাধ্যমে অনলাইনে খুলনা জেলার এক হাজার ৮০০ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, এক হাজার ২০০ মসজিদের মুসল্লিসহ পাঁচ লক্ষাধিক মানুষ এই দোয়ায় একত্রে অংশগ্রহণ করেন।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনার সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা মেট্টোপলিটন পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার সৈয়দ রবিউল আলম, পুলিশ সুপার এসএস শফিউল্লাহ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সংগঠনিক সম্পাদক এসএম কামাল, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ প্রমুখ।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর