শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

বঙ্গবন্ধু সবসময় দেশের মানুষের কথা চিন্তা করেছেন: প্রধানমন্ত্রী



রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৭ মার্চ, ২০২১ ১:২১ : অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘টুঙ্গিপাড়ার মানুষের দুঃখ-দুর্দশা দেখে ছেলেবেলা থেকে বঙ্গবন্ধু দেশ ও দেশের মানুষকে ভালবাসতে শেখেন। তিনি সবসময় এদেশের মানুষের কথা চিন্তা করেছেন। বঙ্গবন্ধু ছোটবেলা থেকে নিজের কাপড়, নিজেদের গোলার ধান মানুষকে বিলিয়ে দিয়েছেন।’

আজ বুধবার (১৭ মার্চ) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এমন একটি দিনে উপস্থিত হয়েছি, যেদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। তিনি বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন।’

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন, ‘করোনা ভাইরাসের কারণে আজ আমি টুঙ্গিপাড়ায় যেতে পারিনি। তবে আমার মনটা টুঙ্গিপাড়ায়ই পড়ে আছে।’

বঙ্গবন্ধু সবসময় সততার পথে থেকেছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সততার পথে থেকে বঙ্গবন্ধু দেশটা স্বাধীন করেছেন। ছোটবেলা থেকে বঙ্গবন্ধুর মানুষের সাহায্য করার মানসিকতা ছিলো।’

নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ জানার তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, ‘জ্ঞান বিজ্ঞানে দক্ষ শিশুরা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য বর্তমান সরকারের যে প্রচেষ্টা তা ভবিষ্যত প্রজন্মই পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর