রবিবার, ১৯ মে, ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১০ জিলকদ, ১৪৪৫

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

আদালতে কাদের মির্জার নামে হত্যা মামলা দায়ের


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৪ মার্চ, ২০২১ ৭:৪৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে সিএনজি চালক আলা উদ্দিনকে গুলি করে হত্যার ঘটনায় বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জাসহ ১৬৪ জনকে আসামি করে আদালতে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

আজ রোববার (১৪ মার্চ) দুপুর ১টার দিকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম মোসলেহ উদ্দিন মিজানের আদালতে মামলাটি দায়ের করা হয়।

আদালত প্রাথমিক শুনানি শেষে বাদীর অভিযোগ আমলে নেন। একইসঙ্গে এ ঘটনায় এরই মধ্যে কোম্পানীগঞ্জ থানায় কোনো মামলা হয়েছে কি না তা ১৫ দিনের মধ্যে জানানোর জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হককে নির্দেশ দিয়েছেন।

সিএনজি চালক আলাউদ্দিনের ছোট ভাই এমদাদ হোসেন রাজু বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা ছাড়াও তার আরেক ভাই শাহদাত হোসেন এবং কাদের মির্জার ছেলে মির্জা মাশরুর কাদের তাসিককেও আসামি করা হয়েছে।

মামলা করার পর আদালত প্রাঙ্গণে বাদীর আইনজীবী হারুনুর রশীদ হাওলাদার সাংবাদিকদের বলেন, আদালত বাদীর মামলা গ্রহণ করেছেন। পাশাপাশি বাদীর জাতীয় পরিচয়পত্র উপস্থাপন করতে বলেছেন। মামলায় বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাসহ ১৬৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি দেখানো হয়েছে।

গত ৯ মার্চ রাত সাড়ে ৯টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর ভবন এলাকায় মেয়র আবদুল কাদের মির্জা ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলের অনুসারীদের মধ্যে সংষর্ঘ ও গোলাগুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় মিজানুর রহমানের অনুসারী সিএনজিচালিত অটোরিকশাচালক ও শ্রমিক লীগের চরফকিরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি (সাবেক যুবলীগকর্মী) আলাউদ্দিন গুলিবিদ্ধ হয়ে মারা যান। ওই ঘটনায় গুলিবিদ্ধ হন আরও কমপক্ষে ২০ জন।

ওই ঘটনার পর নিহত আলাউদ্দিনের ছোট ভাই এমদাদ হোসেন গত বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে দুই দফায় কোম্পানীগঞ্জ থানায় মামলা করতে যান। কিন্তু এজাহারে ভুলত্রুটি আছে উল্লেখ করে থানা মামলা নেয়নি। বাধ্য হয়ে এমদাদ হোসেন আজ আদালতে মামলা করেন।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর