রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা রাজধানী

আগামী এক সপ্তাহের মধ্যে মশার প্রাদুর্ভাব কেটে যাবে: তাপস



রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৩ মার্চ, ২০২১ ৬:১৫ : অপরাহ্ণ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস বলেছেন, ‘গত এক সপ্তাহের তুলনায় মশার প্রাদুর্ভাব কমেছে। আগামী সপ্তাহের মধ্যে এই প্রার্দুভাব কেটে যাবে।’

তিনি বলেন, ‘গত জুন থেকে ডিসেম্বর পর্যন্ত মশারী ছাড়াই মানুষ ঘুমাতে পেরেছেন। মাঝে কিছুটা কিউলেক্স মশার আক্রমণ বেড়েছিলো। বর্তমানে তা সহনীয় পর্যায়ে রয়েছে।’

আজ শনিবার (১৩ মার্চ) দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মেয়র তাপস বলেন, ‘দায়িত্ব পাওয়ার পরই ডেঙ্গু মোকাবিলা করেছি এবং প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে আমরা সফলভাবে ডেঙ্গু মশককে নিধন করতে পেরেছি। এখন যে মশা বৃদ্ধি হয়েছে, সেটা কিউলেক্স মশা। সেই কিউলেক্স মশার ব্যাপারেও আমাদের কর্মপরিকল্পনা ঢেলে সাজিয়েছি। গত এক সপ্তাহ আগে মশা কিছুটা বৃদ্ধি পেয়েছিল। কিন্তু এরই মধ্যে মশক নিয়ন্ত্রণে চলে এসেছে।’

মেয়র বলেন, ‘ঢাকার জলাবদ্ধতা দূর করতে ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি। ঢাকা সিটির মধ্যের বিভিন্ন খাল, নর্দমা ও জলাশয় পুনঃখনন ও পরিস্কার করা হচ্ছে। এসব কাজ শেষ হলে আমরা জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাব। একই সাথে ঢাকাকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে নানামুখী প্রদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর