বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪ | ২৬ বৈশাখ, ১৪৩১ | ২৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

মিয়ানমারে বিক্ষোভকারীদের ওপর এলোপাতাড়ি গুলি, নিহত ৭


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১১ মার্চ, ২০২১ ৪:২০ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

নৃশংস ধরপাকড়, হত্যার পরেও পিছপা হয়নি মিয়ানমারে ক্ষমতাসীন জান্তা সরকার। আজ বৃহস্পতিবার (১১ মার্চ) নিরাপত্তা বাহিনীর এলোপাতাড়ি গুলিতে আরও সাত বিক্ষোভকারী নিহত হয়েছেন।

জানা যায়, নিহতদের মধ্যে একজন রাজধানী ইয়াঙ্গুনের নর্থ ডাগন জেলার, বাকি ছয়জন সেন্ট্রাল টাউন মিয়াইং-এর।

হাসপাতালে মরদেহ নিয়ে যেতে সহায়তা করা ৩১ বছর বয়সী এক বিক্ষোভকারী জানান, আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলাম। তারা এমনটা করবে আমি বিশ্বাস করতে পারছি না।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, মিয়ানমারের সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুনের উত্তর দাগোনে একজন নিহত হয়েছে। ফেসবুকে পোস্ট করা ছবিতে দেখা গেছে, একজন ব্যক্তি আঘাতের চিহ্ন নিয়ে রাস্তায় পড়ে রয়েছেন। তার ক্ষত থেকে রক্ত বের হচ্ছে।

অ্যাডভোকেসি গ্রুপ দ্য অ্যাসিস্টেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার এর আগে জানিয়েছিল যে, গত ১ ফেব্রুয়ারি বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে ৬০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে। আর প্রায় ২ হাজার মানুষকে আটক করা হয়েছে।

মিয়ানমারে সামরিক সরকারবিরোধী আন্দোলনে গুলি ও নির্যাতনের নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। প্রায় এক মাস থেকে চলা এই আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে আসছে দেশটির সেনা সদস্যরা। বাড়ছে নিহত আর গ্রেফতারের সংখ্যা।

চীন, রাশিয়া, ভারত ও ভিয়েতনামের ভেটোর কারণে সামরিক অভ্যুত্থানকে ক্যু হিসেবে আখ্যা দিতে ব্যর্থ হলেও এই অমানবিক নির্যাতনের তীব্র নিন্দা জানিয়েছে নিরাপত্তা পরিষদ।

দেশটিতে চলমান সামরিক জান্তাবিরোধী আন্দোলনে অংশ নিচ্ছে সর্বস্তরের মানুষ। এদিকে তাদের ছত্রভঙ্গ করতে জল কামান ও রাবার বুলেটের পাশাপাশি নির্বচারে গুলি চালাচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

বুধবার রয়টার্স প্রকাশিত এক ছবিতে দেখা যায়, মিয়ানমারের জান্তাবিরোধী আন্দোলনে নিরাপত্তা বাহিনীর গুলির মুখে প্রাণ বাঁচাতে ছুটোছুটি করেছেন বিক্ষোভকারীরা। ইয়াঙ্গুনের নর্থ দাগনে ধর্মঘট পালনরত রেলকর্মীদের ছত্রভঙ্গ করতে নির্বিচারে গুলি চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

ম্যান্দালেতে জান্তাবিরোধীদের আন্দোলনকারীদের ওপর গুলি চালায় পুলিশ। দাওয়েই শহরে বিক্ষওভকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়।

সূত্র: গ্লোবাল নিউজ।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর