শনিবার, ২৯ জুন, ২০২৪ | ১৫ আষাঢ়, ১৪৩১ | ২২ জিলহজ, ১৪৪৫

মূলপাতা বিএনপি

মওদুদ আহমেদের শারীরিক অবস্থার অবনতি


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৯ মার্চ, ২০২১ ৩:৪৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মওদুদ আহমেদের স্ত্রী হাসনা জসিম উদ্দিন মওদুদ আহমেদের বরাত দিয়ে আজ মঙ্গলবার (৯ মার্চ) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান, সিঙ্গাপুরে নেওয়ার পর মওদুদ আহমেদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। কিন্তু গতকাল ফুসফুসে পানি জমায় আবার তার শারীরিক অবস্থার অবনতি হয়।

গত ১ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি উড়োজাহাজে করে মওদুদ আহমদকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

এর আগে গত বছরের ২৯ ডিসেম্বর অসুস্থ হয়ে পড়লে মওদুদকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে ২০ জানুয়ারি হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়। ২১ জানুয়ারি ফের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর