সোমবার, ২০ মে, ২০২৪ | ৬ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১১ জিলকদ, ১৪৪৫

মূলপাতা আইন-আদালত

ডিজিটাল আইনের মামলায় অবশেষে জামিন পেলেন কার্টুনিস্ট কিশোর


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৩ মার্চ, ২০২১ ১২:২০ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

কার্টুন আঁকার অপরাধে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হয়ে প্রায় ১০ মাস কারাবন্দি থাকার পর কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ (৩ মার্চ) বুধবার বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ ছয় মাসের জন্যে কিশোরের জামিন মঞ্জুর করে আদেশ দেন।

গত সোমবার (১ মার্চ) জামিন বিষয়ে আদেশের জন্য আজকের দিন ধার্য করেছিলেন আদালত।

এর আগে কিশোরের জামিন আবেদন ছয় বার আদালতে নাকচ হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি কার্টুনিস্ট কিশোরের পুলিশের রিমান্ড আবেদনের শুনানি নামঞ্জুর করেন ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসিম। কিশোরের অনুপস্থিতিতেই এদিন আদালতে রিমান্ড আবেদনের ওপর শুনানি হয়।

২০২০ সালের ৬ মে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় লালমাটিয়ার বাসা থেকে কিশোরকে গ্রেফতার করে র‌্যাব-৩ এর সদস্যরা।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর