রবিবার, ১৯ মে, ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১০ জিলকদ, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

আফগানিস্তানে ৩ নারী সাংবাদিককে গুলি করে হত্যা


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৩ মার্চ, ২০২১ ১০:৪৫ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

আফগানিস্তানের জালালাবাদ শহরে একটি টেলিভিশন চ্যানেলের তিন নারী সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২ মার্চ) রাতে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন-মুরসাল হাকিমি (২৫), সাদিয়া (২০) ও শানাজ (২০)। এই তিন নারী এনিকাস টিভির ডাবিং বিভাগে কাজ করতেন।

পুলিশ জানায়, টিভিতে কাজ শেষে বাড়ি ফেরার পথে একইভাবে দুই জায়গায় অতর্কিতভাবে গুলি করে তাদের হত্যা করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি।

পুলিশ বন্দুকধারী একজনকে আটক করেছে, অন্যদেরও খুঁজছে। পুলিশ তালেবানকে এ ঘটনায় দায়ী করছে। তবে, তালেবানের পক্ষ থেকে জড়িত থাকার কথা অস্বীকার করা হয়েছে।

ইদানীং সাংবাদিক, মানবাধিকারকর্মী ও রাজনীতিবিদদের টার্গেট করে হত্যার ঘটনায় আফগানিস্তানে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। এ নিয়ে গত ৬ মাসে দেশটিতে অন্তত ১৫ সাংবাদিককে হত্যা করা হলো।

সূত্র: বিবিসি

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর