শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ১৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭, আহত ২০


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৬ ফেব্রুয়ারি, ২০২১ ১১:০০ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

ঢাকা-সিলেট মহাসড়কে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুর এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। আজ (২৬ ফেব্রুয়ারি) শুক্রবার সকাল ৭ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। তারা উদ্ধার তৎপরতা শুরু করে।

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ডিডি কুপাত আলী সরকার বলেন, ঘটনাস্থল থেকে ১০জনকে উদ্ধার করেছি,তারমধ্যে ৭জন নিহত রয়েছেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, এনা পরিবহনের একটি বাস সিলেট থেকে ঢাকা যাচ্ছিল। অন্যদিকে লন্ডন এক্সপ্রেস নামের একটি বাস ঢাকা থেকে সিলেট আসছিল। সিলেট শহরতলির রশিদপুরে একটি পেট্রলপাম্পের কাছে ঢাকা-সিলেট মহাসড়কে বাস দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

লন্ডন এক্সপ্রেসের যাত্রী জসিম আহমদ জানান,ঢাকা থেকে আসার বার বার গাড়ির চালক ওভারটেক করছিলেন। কয়েকবার সর্তক করেছিলেন। কিন্তু কথা শুনেননি।

সুমন নামে আরেকজন জানান, গাড়িতে যাত্রী ছিলেন ২৮জন। তাদের সবাই আহত হয়েছেন।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর