সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ | ১৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা নির্বাচন

নির্বাচন সুষ্ঠু হচ্ছে না, মানতে একেবারেই নারাজ সিইসি


বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) প্রকাশের সময় :২২ ফেব্রুয়ারি, ২০২১ ৭:৩০ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

নির্বাচন সুষ্ঠু হচ্ছে না-এই কথা মানতে একেবারেই নারাজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তার কথায়- ‘পৃথিবীর সবস্থানেই নির্বাচনে কিছু সহিংস ঘটনা ঘটে। প্রতিযোগিতামূলক নির্বাচন হলে মানুষের মধ্যে সহনশীলতার অভাব দেখা দেয়। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তা দ্রুত প্রশমনও করে। ফলে নির্বাচন সুষ্ঠু হচ্ছে না, মানুষ ভোট দিচ্ছে না, প্রতিযোগিতামূলক হচ্ছে না এসব কথা মানতে একেবারেই রাজি না আমি।’

আজ (২২ ফেব্রুয়ারি) সোমবার দুপুরে যশোরের কেশবপুরে পৌর নির্বাচনকে সামনে রেখে নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন হচ্ছে দাবি করে কে এম নূরুল হুদা বলেন, ‘নির্বাচনে ৬০ শতাংশের ওপর মানুষ ভোট দিচ্ছে। মিডিয়াতেই বলা হয়, কেন্দ্রে মানুষের উপচে পড়া ভীড়, নারীরা দীর্ঘ লাইন দিয়ে ভোট দিচ্ছে। পরিবেশ পরিস্থিতি ভালো থাকলেই নারীরা কেন্দ্রে গিয়ে ভোট দেয়। ফলে নির্বাচন সঠিক, প্রতিযোগিতামূলক হচ্ছে।’

সিইসি জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি যশোর পৌরসভার নির্বাচন আদালতের একাধিক আদেশের কারণে আয়োজন করা সম্ভব হবে না। তবে দ্রুত সময়ের মধ্যে এ নির্বাচন করতে চায় কমিশন। এ নির্বাচন আসছে এপ্রিল মাসের প্রথম সপ্তাহের মধ্যে অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর