বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

কঙ্গোতে সন্ত্রাসী হামলায় ইতালির রাষ্ট্রদূত নিহত



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২২ ফেব্রুয়ারি, ২০২১ ৮:০০ : অপরাহ্ণ

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে জাতিসংঘের গাড়ি বহরে সন্ত্রাসী হামলায় ইতালির রাষ্ট্রদূত লুকা অ্যাটানাসিওসহ তিনজন নিহত হয়েছেন। আজ (২২ ফেব্রুয়ারি) সোমবার কঙ্গোর স্থানীয় সময় সকাল সোয়া ১০টায় দেশটির পূর্বাঞ্চলীয় কানিয়ামাহোরো শহরের কাছে এ ঘটনা ঘটে। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায়, পূর্ব কঙ্গোতে ইতালির রাষ্ট্রদূত সামরিক বাহিনীর সদস্যের সঙ্গে ভ্রমণ করছিলেন। এ সময় সন্ত্রাসীরা গুলি চালালে ইতালির রাষ্ট্রদূত লুকাসহ আরও দুজন নিহত হয়। ইতালির পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে রাষ্ট্রদূত হত্যার বিষয়টি নিশ্চিত করেছে।

খবরে বলা হয়েছে, পূর্বাঞ্চলের আঞ্চলিক রাজধানী গোমার নিকট স্থানীয় সময় বেলা ১০টা ১৫ মিনিটের দিকে অজ্ঞাত হামলাকারীরা অপহরণের উদ্দেশ্যে ওই হামলা করে। তবে তাৎক্ষণিকভাবে কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

বিবৃতিতে ইতালির পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, গভীর বেদনার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রণালয় কঙ্গোর গোমা এলাকায় ইতালিয়ান রাষ্ট্রদূত লুকা ও কারাবিনিয়েরির এক পুলিশ কর্মকর্তার নিহতের খবর নিশ্চিত করছে।

বিবৃতিতে আরও বলা হয়, রাষ্ট্রদূত এবং ওই সেনা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে জাতিসংঘের সংস্থা মনুসকোর মিশন প্রতিষ্ঠা উপলক্ষে একটি বহরে ভ্রমণ করছিলেন।

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্যানুসারে, রাষ্ট্রদূত অ্যাটানসিও ২০১৭ সালে কঙ্গোতে ইতালির মিশন প্রধান ছিলেন। ২০১৯ সালে তাকে রাষ্ট্রদূত করা হয়।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর