মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ | ১৭ বৈশাখ, ১৪৩১ | ২০ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বিএনপি

১৭ ফেব্রুয়ারি বরিশাল ছাড়া সারাদেশে বিএনপির বিক্ষোভ সমাবেশ


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৪ ফেব্রুয়ারি, ২০২১ ৯:১০ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে আগামী ১৭ ফেব্রুয়ারি বরিশাল বিভাগ ছাড়া সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বিএনপি।

আজ (১৪ ফেব্রুয়ারি) রোববার বিকালে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এতে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম উপস্থিত ছিলেন।

এসময় তিনি বলেন, ‘দলের জাতীয় স্থায়ী কমিটির সভায় স্বৈরতন্ত্র ও মাফিয়াতন্ত্র পতনের দাবিতে ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সরকারি অপচেষ্টার প্রতিবাদে আগামী বুধবার বরিশাল বিভাগ ছাড়া সারাদেশে মহানগর ও জেলায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।’

পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আগামী ১৮ ফেব্রুয়ারি বরিশাল সদরে অনুষ্ঠিতব্য সমাবেশে দল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

পরে আরও কর্মসূচি আসবে কি না জানতে চাইলে খন্দকার মোশাররফ বলেন, ‘ধাপে ধাপে অবশ্যই কর্মসূচি থাকবে। এছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার ও সরকার পতনের আন্দোলন আমাদের চলমান আছে। বিভাগীয় সমাবেশ শুরু করতে যাচ্ছি। ১৮ তারিখ বরিশালে যে সমাবেশ, এটাও তো আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে অনুষ্ঠিত হবে। এভাবে আন্দোলনকে আমরা আমাদের লক্ষ্যে নিয়ে যেতে চাই।’

বিএনপি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছে-আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এ মন্তব্যের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘আপনারা (সাংবাদিক) নিজেরাই তো সাক্ষী। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে যে ঘটনা ঘটেছে-এই ঝগড়াটা কে লাগিয়েছে? বিএনপি না সরকারের পুলিশ। এটার জন্য আমাদেরকে প্রশ্ন না করে বরং তাকে বলা উচিত, আপনি এই কথা বলতেছেন; কিন্তু আপনাদের লোকরাই তো ঝগড়া লাগাচ্ছে।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর