সোমবার, ৪ নভেম্বর, ২০২৪ | ১৯ কার্তিক, ১৪৩১ | ১ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

হেফাজত আমির জুনায়েদ বাবুনগরী হাসপাতালে


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৩০ জানুয়ারি, ২০২১ ১১:৫৫ : পূর্বাহ্ণ

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ শনিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে নগরীর প্রবর্তক মোড়ের বেসরকারি সিএসসিআর হাসপাতালে ভর্তি হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হৃদরোগ, ডায়াবেটিস ও কিডনি সমস্যাসহ নানা বার্ধক্যজনিত রোগে আক্রান্ত জুনায়েদ বাবুনগরী। তিনি হাসপাতালের চিকিৎসক ইব্রাহিম চৌধুরীর তত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী এনামুল হাসান ফারুকী ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন, জুনায়েদ বাবুনগরীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।

মন্তব্য করুন


আরও খবর