শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ১৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা চসিক নির্বাচন স্পেশাল

নির্বাচন নিয়ে আ’লীগের চরম দুর্বলতা রয়েছে, সেটা আবার প্রমাণ করেছে তারা: আমীর খসরু


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৭ জানুয়ারি, ২০২১ ৫:৩০ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

সব জেনেশুনেই বিএনপি চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে অংশ নিয়েছে উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগের নির্বাচন নিয়ে চরম দুর্বলতা রয়েছে, জনগণের কাছে ভোট চাওয়া তাদের দুর্বলতা। সেটা আজকে আবার প্রমাণ করেছে তারা।’

আজ বুধবার (২৭ জানুয়ারি) বিকেল ৫টায় নগর বিএনপির নাসিমন ভবন দলীয় কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এসময়
বিএনপির মেয়রপ্রার্থী ডা. শাহাদাত হোসেনসহ দলটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ফল বিএনপি প্রত্যাখ্যান করবে কি না- এই প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘এখানে ভোটই তো হয়নি। যেটা নির্বাচনই হয় নাই, সেটা প্রত্যাখানের কী আছে। চট্টগ্রামে কোনো নির্বাচন হয়নি, তা প্রতিষ্ঠিত হয়েছে। আজকের নির্বাচনে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। ইতোমধ্যে ২০টি মামলা ও কয়েক হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে। আমাদের নির্বাচন আওয়ামী লীগের সাথে হয়নি, হয়েছে আওয়ামী প্রশাসন, আওয়ামী আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী সন্ত্রাসীদের সাথে।’

পুরো চট্টগ্রাম আজ সন্ত্রাসের মিলনমেলায় পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের সন্ত্রাসীদের নিয়ে এসে সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে। একদিকে আইনশৃঙ্খলা বাহিনীর ভয়ভীতি প্রদর্শন, অন্যদিকে নগরের বাইরের লোকজন এনে ত্রাসের রাজত্ব করা হয়েছে।’

আমীর খসরু বলেন, ‘অবৈধ সরকারের অধীনে, অবৈধ নির্বাচন কমিশনের অধীনে বিএনপির নির্বাচন করার একমাত্র উদ্দেশ্য ছিল-আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমাদের কমিটমেন্ট গণতন্ত্রের প্রতি।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর