সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ | ১ আশ্বিন, ১৪৩১ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চসিক নির্বাচন স্পেশাল

‘গুজবী ডাক্তার এখন মেয়র হতে চায়’, শাহাদাতকে আক্রমণ রেজাউলের


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১২ জানুয়ারি, ২০২১ ৯:০১ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রচারণার পাঁচ দিনের মাথায় প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ডা. শাহাদাত হোসেনকে আক্রমণ করলেন আওয়ামী লীগ মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। শাহাদাতকে উদ্দেশ করে তিনি বলেন, ‘করোনা মহামারীতে আমরা যখন নগরীতে রোগীদের জন্য আইসোলেশন সেন্টার করছি, তখন ওই ডাক্তার সাহেব ও তার দলের লোকেরা ঘরে বসে বসে অনলাইনে গুজব ছড়াতে ব্যস্ত ছিল।ওই গুজবী ডাক্তার এখন মেয়র হতে চায়।’

আজ (১২ জানুয়ারি) নগরীর পশ্চিম ষোলশহর, শুলকবহর ও চকবাজার ওয়ার্ডে গণসংযোগকালে এক পথসভায় তিনি এ কথা বলেন।

নৌকার প্রার্থী রেজাউল করিম বলেন, ‘করোনা মহামারীতে আমরা যখন ডাক্তার-নার্সদের নিয়ে মানুষকে সেবা দিতে, সাহস দিতে নগরীতে ছুটে বেড়াচ্ছিলাম, তখন ডাক্তার নামের এক ব্যাক্তি মিথ্যা গুজব ছড়িয়ে ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও ক্লিনিক মালিকদের মনোবল ভেঙ্গে দিয়েছিলেন। আমরা যখন রোগীদের দ্রুত হসপিটালে আনার জন্য গাড়ী, অক্সিজেন নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছি, তখন ডাক্তার নামের ওই ব্যাক্তির প্ররোচনায় ক্লিনিকগুলোতে থালা ঝুলানো হয়েছে। হাসপাতাল, ক্লিনিকের গেইটে স্বজন হারাতে হয়েছে আমাদের।’

ধানের শীষের প্রার্থী শাহাদাতকে উদ্দেশ করে রেজাউল বলেন, ‘মেয়র হতে গেলে ভোট লাগবে, ভোটের জন্য মানুষের কাছে যেতে হবে। তা না করে তারা যায় অফিসে নালিশ জানাতে। তারা এখন জনগনের কাছে ভোট চাইতে লজ্জা পায়। লজ্জা থাকা ভাল, কিন্তু চোখ বন্ধ করে বিবস্ত্র হয়ে লজ্জা ঢাকা যায় না। ভোট চাইতে লজ্জা হবে, আবার নালিশ জানিয়ে মেয়র হতে চাইবেন কেন?’

তিনি বলেন, ‘আমরা রাজনীতি করি মানুষের কল্যানের জন্য, মেয়র হতে চাই মানুষের সেবা করার জন্য। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রামকে আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ একটি সিটি হিসেবে গড়তে চান। চট্টগ্রামের মানুষের জীবনমানের উন্নতি করতে চান। চট্টগ্রামের মানুষের সেবা করার জন্য তিনি আমার প্রতি আস্থা রেখে মেয়র পদে মনোনয়ন ও নৌকা প্রতীক দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন ভোট চাইতে।’

গণসংযোগে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, মহানগর আওয়ামী লীগের সদস্য মো. বেলাল উদ্দিন, চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি সাহবুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক, নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক কে বি এম শাহজাহান, ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবদুল রহিম, কাউন্সিলর প্রার্থী মো. মোবারক আলী, ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান, সাধারন সম্পাদক শেখ সরওয়ার্দী, কাউন্সিলর প্রার্থী মোরশেদ আলম, যুবলীগ নেতা নুরুল আনোয়ার, সেচ্ছাসেবক লীগ নেতা দেবাশীষ নাথ দেবু, চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাহেরুল ইসলাম, কাউন্সিলর প্রার্থী সায়েদ গোলাম হায়দার মিন্টু, মহিলা কাউন্সিলর প্রার্থী জেসমিন পানভীন জেসী ও রুমকি সেন গুপ্ত।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর