শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ১৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

নাইজারে জঙ্গি হামলায় ৭৯ জন নিহত


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৩ জানুয়ারি, ২০২১ ১০:২৮ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুটি গ্রামে জঙ্গি হামলায় অন্তত ৭৯ জন নিহত হয়েছে। এদের মধ্যে চোম্বাঙ্গু গ্রামে নিহত হয়েছেন অন্তত ৪৯ জন, আহত হয়েছেন ১৭ জন। জারোমদারে গ্রামে হামলায় নিহত হয়েছেন আরও ৩০ জন। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলকাচে আলহাদা।

নাইজারের স্বরাষ্ট্রমন্ত্রী আলকাচে আলহাদা জানান, ওই অঞ্চলটির সুরক্ষায় সৈন্য পাঠানো হয়েছে।

গ্রাম দুটির অবস্থান নাইজারের পশ্চিমে মালি সীমান্তের কাছে। আফ্রিকার সাহেল অঞ্চলে সম্প্রতি বেশ কয়েকবার ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এর আগে গেল মাসে নাইজেরিয়ার জিহাদী গোষ্ঠী বোকো হারাম দক্ষিণ-পূর্ব ডিফফা অঞ্চলে হামলা চালিয়ে অন্তত ২৭ জনকে হত্যা করেছে।

নাইজারে জাতীয় নির্বাচনের মধ্যেই ওই দুটি গ্রামে সবশেষ এই হামলার ঘটনা ঘটল। দুই দফায় পাঁচ বছর করে মেয়াদ শেষে দেশটির প্রেসিডেন্ট মাহামাদৌ ইসৌফু এবার পদত্যাগ করেছেন।

ফ্রান্স শনিবার জানিয়েছে, মালিতে নিযুক্ত তাদের দুই সেনাও নিহত হয়েছেন। এর কয়েক ঘণ্টা আগে, আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট একটি গোষ্ঠী জানায়, গত সোমবার মালিতে পৃথক আরেকটি হামলায় তিন ফরাসি সেনা নিহতের পেছনে তাদের হাত ছিল।

সূত্র: রয়টার্স ও বিবিসি

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর